ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

‘নতুন বাজার বস্তিতে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৩, ৩১ অক্টোবর ২০২০  
‘নতুন বাজার বস্তিতে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত’

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার থেকে কল্যাণপুর নতুন বাজার বস্তিতে আগুনের সূত্রপাত হতে পারে।  

শনিবার (৩১ অক্টোবর) সকালে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সালেহউদ্দিন আহমেদ রাইজিংবিডিকে বলেন, বস্তির পাশে ভাঙ্গারি দোকান এবং গ্যাস সিলিন্ডারের দোকান ছিল।  সেই দোকানে থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আশপাশের দোকান এবং পেছনের বস্তিতে ছড়িয়ে যেতে পারে।  

আমাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল (ঢামেক) প্রতিনিধি জানান, আগুনে দগ্ধ আক্তার হোসেন ও আনোয়ার হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের শেখ হাসিনা জাতীয় প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এর নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। 

হাসপাতালের আবাসিক সার্জন ডাক্তার পার্থ শংকর পাল রাইজিংবিডিকে বলেন, এখনও বলা যাচ্ছে না তাদের দুজনের অবস্থা।  শরীরের বেশিরভাগ অংশই পুড়ে গেছে। শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে।  

এদিকে, আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস।  

প্রসঙ্গত, শুক্রবার রাতের ওই আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।  
 

মাকসুদ/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়