ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

লোকসংস্কৃতিতে সমৃদ্ধ ময়মনসিংহ অঞ্চল: খালিদ

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৩, ১১ ডিসেম্বর ২০২০   আপডেট: ২০:৪০, ১১ ডিসেম্বর ২০২০
লোকসংস্কৃতিতে সমৃদ্ধ ময়মনসিংহ অঞ্চল: খালিদ

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ (ফাইল ফটো)

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, ‘লোকসংস্কৃতিতে অন্যতম সমৃদ্ধ অঞ্চল ময়মনসিংহ। ময়মনসিংহ গীতিকার তীর্থভূমি হিসেবে খ্যাত এ অঞ্চল। এখানকার লোকজ ঐতিহ্য বাংলাদেশকে সমৃদ্ধ করার পাশাপাশি সারা বিশ্বে সমাদৃত হয়েছে।’

শুক্রবার (১১ ডিসেম্বর) বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের ময়মনসিংহ জেলা শাখা আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী। ঢাকার সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি ওই অনুষ্ঠানে অংশ নেন তিনি।

কে এম খালিদ বলেন, ‘ময়মনসিংহ গীতিকা ৭২ বছর পর পুনঃপ্রকাশ, ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও বিভিন্ন সময়ে বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক উৎসব আয়োজন প্রভৃতি বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের অবিস্মরণীয় কীর্তি। ২০০৫ সালে ঢাকায় প্রথম আন্তর্জাতিক নজরুল সম্মেলন আয়োজনের কৃতিত্ব বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের।’

বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মো. শাহাদৎ হোসেন খান হিলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এইচ মোস্তাফিজুর রহমান, বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের সাধারণ সম্পাদক রাশেদুল হাসান শেলী ও ময়মনসিংহ জেলা সমিতি, ঢাকার সাধারণ সম্পাদক মো. সুরুজ আলী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংক ময়মনসিংহ সার্কেলের মহাব্যবস্থাপক এ কে এম শামিম রেজা। সূচনা বক্তৃতা করেন বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক মফিজুন নূর খোকা।

ঢাকা/আসাদ/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়