ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘লকডাউন বা ছুটির বিষয়ে সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৭, ২২ মার্চ ২০২১   আপডেট: ১৭:০৭, ২২ মার্চ ২০২১
‘লকডাউন বা ছুটির বিষয়ে সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি’

লকডাউন বা ছুটির বিষয়ে সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি। করোনাভাইরাসজনিত রোগের প্রাদুর্ভাবের কারণে দেশে লকডাউন বা ছুটি নিয়ে জনমনে বিভ্রান্তি দেখা যাচ্ছে। সরকার সুস্পষ্টভাবে জানাচ্ছে, এ বিষয়ে এখনো সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি। তথ্য অধিদপ্তরের এক বিবরণীতে এ কথা জানানো হয়েছে। 

সোমবার (২২ মার্চ) বিবরণীতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ২০২০ সালের ২৩ মার্চের সরকারি ঘোষণার একটি পুরনো ভিডিও একটি মহল অসৎ উদ্দেশ্যে ভাইরাল করেছে। এ ধরনের অসত্য ও বিভ্রান্তিকর তথ্যসংবলিত প্রচারণার সাথে জড়িতদের বিষয়ে সরকার কঠোর ব্যবস্থা নেবে।

নঈমুদ্দীন/সাইফ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়