ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

লকডাউনে শিল্পকারখানা চালু থাকবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪১, ৩ এপ্রিল ২০২১   আপডেট: ০১:৩০, ৪ এপ্রিল ২০২১

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, এক সপ্তাহের লকডাউনে খোলা থাকবে শিল্প কলকারখানা। সেখানে শ্রমিকরা স্বাস্থ্যবিধি মেনে শিফটিং ডিউটি করবেন।

শনিবার (৩ এপ্রিল) দুপুরে প্রতিমন্ত্রী এ কথা জানান।  

ফরহাদ হোসেন বলেন, আজকের মধ্যে প্রজ্ঞাপন জারি হবে। প্রয়োজনে লকডাউনের সময় বাড়তে পারে।

এর আগে দেশে লাগাতার করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ার কারণে আগামী সোমবার (৫এপ্রিল) থেকে সারা দেশ এক সপ্তাহের জন্য লকডাউনে যাচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।  তিনি নিজের সরকারি বাসভবনে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।

ওবায়দুল কাদের বলেন, এক সপ্তাহের জন্য সারা দেশে লকডাউন দেওয়া হচ্ছে। আগামী সোমবার থেকে ৭দিন এই লকডাউন বলবৎ থাকবে।

মেসবাহ/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়