ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

তুরস্কে ভূমিকম্পে বাংলাদেশি শিক্ষার্থী নিখোঁজ

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২১, ৭ ফেব্রুয়ারি ২০২৩   আপডেট: ১৪:২৫, ৭ ফেব্রুয়ারি ২০২৩
তুরস্কে ভূমিকম্পে বাংলাদেশি শিক্ষার্থী নিখোঁজ

তুরস্কের দক্ষিণাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে এক বাংলাদেশি শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন।  

তুরস্কের খাহরামানমারাস প্রদেশের আজাজ শহরে মো. রিংকু নামে বাংলাদেশি শিক্ষার্থী নিখোঁজ হন। 

সেখানকার একটি ভবনে বাংলাদেশি শিক্ষার্থী নূরে আলম ও মো. রিংকু থাকতেন। তাদের ভবনটি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সেই ভবন থেকে নূরে আলম বের হতে পারলেও রিংকুর কোনো খোঁজ নেই। ইস্তাম্বুলে বাংলাদেশ কনসাল জেনারেল মোহাম্মদ নুরে আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, তুরস্কে বাংলাদেশের আঙ্কারা দূতাবাস ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকার প্রবাসীদের হটলাইনে যোগাযোগ করতে বলেছে- +৯০ ৫৪৬ ৯৯৫ ০৬৪৭ ও +৯০ ৫৩৮ ৯১০ ৯৬৩৫।

প্রসঙ্গত, সোমবার (৬ ফেব্রুয়ারি) তুরস্কের দক্ষিণাঞ্চল ও উত্তর-পশ্চিম সিরিয়ার অংশে এক ভয়াবহ ভূমিকম্পে প্রায় চার হাজার লোক মারা গেছেন। এখনও উদ্ধার অভিযান চলছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ৬ ফেব্রুয়ারি ভোর ৪টার দিকে সিরিয়া-তুরস্ক সীমান্তে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। তুরস্কের দক্ষিণাঞ্চলীয় গাজিয়ানতেপ শহরের কাছে মাটির ১৭.৯ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল।

ঢাকা/হাসান/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়