ঢাকা     শনিবার   ১৮ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

সাড়ে ৬ ঘণ্টার চেষ্টায় নিভলো আগ্রাসী আগুন

জ‌্যেষ্ঠ প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০০, ৪ এপ্রিল ২০২৩   আপডেট: ১৩:১৩, ৪ এপ্রিল ২০২৩
সাড়ে ৬ ঘণ্টার চেষ্টায় নিভলো আগ্রাসী আগুন

রাজধানীর বঙ্গবাজারে লাগা ভয়াবহ আগুন সাড়ে ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।  

মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে ফায়ার সার্ভিসের সদর দপ্তর থেকে গণমাধ‌্যমে পাঠানো এক খুদে বার্তায় এ তথ‌্য নিশ্চিত করা হয়। 

এতে বলা হয়, দুপুর ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ বিষয়ে আজ দুপুর ১টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক।  

এর আগে আজ সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজারে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে একে একে যোগ দেয় ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট। এতে অংশ নেয় সেনা, নৌ ও বিমান বাহিনী। সহযোগিতা করেন স্থানীয় মানুষ।

অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত আট জন অসুস্থ হয়ে ঢাকা মেডিক‌্যাল (ঢামেক) কলেজ হাসপাতাল ও শেখ হাসিনা জাতীয় বার্ন অ‌্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি হয়েছেন।

সরেজমিনে দেখা যায়, বঙ্গবাজারসহ আশপাশে ছড়িয়ে পড়া আগুনে পোড়া বিভিন্ন স্থান থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে। তবে কোথাও আগুন পরিলক্ষিত হয়নি। ফায়ার সার্ভিস কর্মীরা চারদিক থেকে পানি দিচ্ছেন। এরই মধ্যে ব্যবসায়ীরা তাদের দোকানের মালামাল খুঁজছেন। অনেকেই পুড়ে যায়নি এমন মালামাল বের করে এনে রাস্তার উপর খোলা আকাশের নিচে রাখছেন। 

তবে ধোঁয়ার কারণে বঙ্গবাজার মার্কেটের ভেতরে উদ্ধার অভিযান পরিচালনা করতে বেগ পেতে হচ্ছে বলে ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন।

ঢাকা/মাকসুদ/ইভা 

ঘটনাপ্রবাহ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়