ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জাতীয় চিড়িয়াখানায় শিশুর হাত খেয়ে ফেলেছে হায়েনা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৮, ৮ জুন ২০২৩   আপডেট: ২০:৫০, ৮ জুন ২০২৩
জাতীয় চিড়িয়াখানায় শিশুর হাত খেয়ে ফেলেছে হায়েনা

রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় এক শিশুর হাত খেয়ে ফেলেছে বন্যপ্রাণী হায়েনা।

বৃহস্পতিবার (৮ জুন) সকালে এ ঘটনা ঘটেছে।

জাতীয় চিড়িয়াখানার পরিচালক মো. রফিকুল ইসলাম তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান, আজ সকাল সাড়ে ১১টার দিকে বাবা-মায়ের সঙ্গে আহত বাচ্চাটি চিড়িয়াখানায় বেড়াতে আসে। বাচ্চাটির বয়স দুই থেকে আড়াই বছর হবে। বাচ্চাটার মা-বাবাই নিরাপত্তা বেষ্টনী পার হয়ে শিশুটিকে নিয়ে হায়েনার খাঁচার কাছে চলে আসে। যদিও খাঁচায় নেট দেওয়া ছিল। কিন্তু ছোট বাচ্চা নেটের ভেতর দিয়ে হাত ঢুকিয়ে দেয়। তখনই বাচ্চাটির হাত কামড়ে কব্জি থেকে বিচ্ছিন্ন করে ফেলে হায়েনা এবং বিচ্ছিন্ন হাতটি খেয়ে ফেলে।

তিনি বলেন, বর্তমানে আমাদের তত্ত্বাবধানে শিশুটির চিকিৎসা চলছে। এ ঘটনায় ইতোমধ্যে মন্ত্রণালয় ও অধিদপ্তর আলাদা আলাদা দুটি তদন্ত কমিটি গঠন করেছে। 

ইয়ামিন/এনএইচ  

সর্বশেষ

পাঠকপ্রিয়