শিশু হাসপাতাল ভবনে আগুন নিয়ন্ত্রণে

ছবি: সংগৃহীত
ঢাকা শিশু হাসপাতালের পঞ্চম তলায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৫ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, শুক্রবার (১৯ এপ্রিল) দুপুর ২টা ৩৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে শুক্রবার (১৯ এপ্রিল) দুপুর ২টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
পড়ুন: শিশু হাসপাতাল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট
জানা গেছে, শিশু হাসপাতালের কার্ডিওলজি বিভাগে আগুন লেগেছে। পরে আগুন বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এরই মধ্যে আগুন আতঙ্কে তাড়াহুড়া করে রোগীদের স্বজনরা ও হাসপাতাল কর্তৃপক্ষ নিরাপদ গন্তব্যে সরাচ্ছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সঙ্গে র্যাব, পুলিশ ও সরকারের বিভিন্ন সংস্থা আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করছে।
এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আগুন লাগার পরই কার্ডিয়াক আইসিইউ থেকে ৭ জন শিশু রোগীকে সরিয়ে নেওয়া হয়েছে।
/মাকসুদ/সাইফ/