ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সহিংসতায় নিহতের সংখ্যা জানালো স্বরাষ্ট্র মন্ত্রণালয়

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৪, ২৯ জুলাই ২০২৪  
সহিংসতায় নিহতের সংখ্যা জানালো স্বরাষ্ট্র মন্ত্রণালয়

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় ১৫০ জন মারা গেছেন বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।  

সোমবার (২৯ জুলাই) মন্ত্রিসভার বৈঠকে এক প্রতিবেদনে নিহতের এ সংখ্যা জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এ বৈঠক হয়।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, রোববার (২৮ জুলাই) স্বরাষ্ট্রমন্ত্রী ১৪৭ জন নিহতের তথ্য জানিয়েছিলেন। আজ সেটা বেড়ে ১৫০ জনে দাঁড়িয়েছে বলে মন্ত্রিসভায় জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

গতকাল রোববার (২৮ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছিলেন, কোটা সংস্কার আন্দোলনে ১৪৭ জনের নিহতের খবর পাওয়া গেছে। তাদের মধ্যে পুলিশ সদস্য, আওয়ামী লীগের নেতা-কর্মী, শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ রয়েছেন।  

এদিকে, কোটা আন্দোলনে নিহতদের স্মরণে আগামীকাল মঙ্গলবার দেশব্যাপী শোক পালন করবে সরকার। আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নঈমুদ্দীন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়