ঢাকা     মঙ্গলবার   ২১ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ৭ ১৪৩১

ঢাকায় চীনা নববর্ষ উৎসব ‘মন্দির মেলা’ শুরু

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৫, ১০ জানুয়ারি ২০২৫  
ঢাকায় চীনা নববর্ষ উৎসব ‘মন্দির মেলা’ শুরু

শুক্রবার সকালে রাজধানীর গুলশান লেক পার্কে ‌‘মন্দির মেলা’ উদ্বোধন করা হয়

বাংলাদেশের রাজধানী ঢাকায় শুরু হয়েছে চীনা নববর্ষ উৎসব ‘মন্দির মেলা’। 

শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় গুলশান লেক পার্কে এ মেলার উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

এ সময় সবাইকে চীনা নববর্ষের শুভেচ্ছা জানান সে দেশের রাষ্ট্রদূত। তিনি জানান, এ বছর বাংলাদেশের সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী। নতুন বছরে দুই দেশের সম্পর্ক উন্নয়নের বিষয়েও কথা বলেন তিনি। 

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা চীনা নববর্ষের শুভেচ্ছা জানান এবং দুই দেশের সাংস্কৃতিক সম্পর্ক উন্নয়নের কথা বলেন। পরে তারা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

এর আগে ড্রাগন নাচ, অ্যাক্রোব্যাটিকসসহ চীনা ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা উপহার দেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীরা। 

চীনা দূতাবাসের আয়োজনে এবং চাইনিজ ওভারসিস অ্যাসোসিয়েশনের সহযোগিতায় শুরু হওয়া এ মেলা চলবে শুক্রবার সন্ধ্যা ৭টা পর্যন্ত।

ঢাকা/হাসান/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়