ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাজারভিত্তিক ডলার রেট চালুর ঘোষণা, আসছে আইএমএফের কিস্তি

জ্যেষ্ঠ প্রতি‌বেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৯, ১৪ মে ২০২৫   আপডেট: ১৬:১৫, ১৪ মে ২০২৫
বাজারভিত্তিক ডলার রেট চালুর ঘোষণা, আসছে আইএমএফের কিস্তি

ড. আহসান এইচ মনসুর

বাংলাদেশ ব্যাংক আনুষ্ঠানিকভাবে বিনিময় হার বাজারভিত্তিক করার ঘোষণা দিয়েছে। 

বুধবার (১৪ মে) সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।

আহসান এইচ মনসুর জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশকে আগামী জুন নাগাদ কি‌স্তির ১৩৩ কে‌টি ডলার দেবে ।

তিনি আরো জানান, গত ৯ মা‌সে রিজার্ভ থে‌কে কো‌নো ডলার বি‌ক্রি ক‌রা হয়‌নি। তারপরও বিনিময় হার গত ক‌য়েক মাস স্থি‌তি‌শীল অবস্থায় আছে কো‌নো হস্ত‌ক্ষেপ ছাড়া। এমন প‌রি‌স্থি‌তি‌তে বিনিময় হার বাজারভিত্তিক করার সিদ্ধান্ত নেওয়া হ‌য়ে‌ছে। ব্যাংকারদের বিষয়‌টি বলা হ‌য়ে‌ছে। 

বাজারভি‌ত্তিক করায় হঠাৎ করে রেট বৃদ্ধি পাবে না জা‌নি‌য়ে গভর্নর বলেন, ‘‘ডলার রেট অ‌নেক দিন এক জায়গায় অর্থাৎ ১২২ টাকায় আছে। তার আশেপাশেই থাকবে। হঠাৎ ক‌রে ১৪০-১৫০ টাকা হবে এর যুক্তি নেই। বাংলাদেশের ডলার রেট এদেশের নিয়ম অনুযায়ী ঠিক হবে না। অন্যদেশের কথায় এখানে ডলার রেট ঠিক হবে না। বাজারে ডলারের যথেষ্ট সরবরাহ আছে।’’ 

বাজার অস্থি‌তি‌শীল করার চেষ্টা হতে পারে এমন শঙ্কা প্রকাশ ক‌রে গভর্নর জানান, দুবাইয়ে কিছু সি‌ন্ডে‌কেট কোম্পা‌নি আছে যারা বাজার অস্থি‌তি‌শীল করার চেষ্টা কর‌বে। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক স‌চেতন থাক‌বে এবং সর্বক্ষ‌ণিক তদার‌কি করা হ‌বে। য‌দি কেউ অ‌নৈ‌তিক অ‌স্থি‌তিশীল করার চেষ্টা ক‌রে তা‌দের বিরু‌দ্ধে ব্যবস্থা নেওয়া হ‌বে।  

সংবাদ সম্মেলনে ডেপুটি গভর্নর নুরুন নাহার, ড. মো. হাবিবুর রহমান ও ক‌বির আহ‌মেদ, বাংলা‌দেশ ব্যাংকের উপ‌দেষ্টা আহসান উল্লাহ এবং নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান উপ‌স্থিত ছি‌লেন। 

ঢাকা/এনএফ//

সর্বশেষ

পাঠকপ্রিয়