ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শরীয়তপুরের নতুন ডিসি তাহসিনা বেগম

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৬, ৭ জুলাই ২০২৫  
শরীয়তপুরের নতুন ডিসি তাহসিনা বেগম

শরীয়তপুরে নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এ জেলায় নতুন ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব তাহসিনা বেগম। শরীয়তপুরের ডিসিকে প্রত্যাহারের দুই সপ্তাহ পর নতুন ডিসি নিয়োগ দেওয়া হলো।

সোমবার (৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ে মাঠ প্রশাসন-২ শাখা এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আরো পড়ুন:

উপ-সচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা তাহসিনা বেগমকে শরীয়তপুর জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি/পদায়ন করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

গত ১৯ জুন রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শরীয়তপুরের তৎকালীন ডিসি মোহাম্মদ আশরাফ উদ্দিনের সঙ্গে এক নারীর আপত্তিকর ভিডিও ও ছবি ছড়িয়ে পড়ার পর আলোচনা-সমালোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে ২১ জুন জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে শরীয়তপুর থেকে প্রত্যাহার করে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে। এর পর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তার শৃঙ্খলা পরিপন্থী আচরণের সত্যতা যাচাইয়ের জন্য ২২ জুন তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

ঢাকা/নঈমুদ্দীন/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়