ঢাকা     শুক্রবার   ১৬ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ওসমান হাদির ভাই ওমরকে যুক্তরাজ্যে বাংলাদেশ মিশনে নিয়োগ

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২১, ১৬ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৬:২২, ১৬ জানুয়ারি ২০২৬
ওসমান হাদির ভাই ওমরকে যুক্তরাজ্যে বাংলাদেশ মিশনে নিয়োগ

ওসমান বিন হাদি (বামে), তার বড় ভাই ওমর বিন হাদি। ছবি: সংগৃহীত

দুর্বৃত্তের গুলিতে নিহত জুলাইযোদ্ধা ওসমান বিন হাদির বড় ভাই ওমর বিন হাদিকে যুক্তরাজ‍্যের বার্মিংহামে বাংলাদেশ সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে তিন বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার যুগ্ম সচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

প্রজ্ঞাপনে বলা হয়, “ওমর বিন হাদিকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ হতে তিন বছর মেয়াদে বাংলাদেশ সহকারী হাইকমিশন, বার্মিংহাম, যুক্তরাজ্যের দ্বিতীয় সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।”

এতে আরো বলা হয়, “এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।”

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়