ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গোপালগঞ্জে বড় হামলার গোয়েন্দা তথ্য ছিল না: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫১, ১৭ জুলাই ২০২৫  
গোপালগঞ্জে বড় হামলার গোয়েন্দা তথ্য ছিল না: স্বরাষ্ট্র উপদেষ্টা

বৃহস্প‌তিবার স‌চিবাল‌য়ে সাংবা‌দিক‌দের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপ‌দেষ্টা ।

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে বড় ধরনের হামলার গোয়েন্দা তথ্য ছিল না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। 

বৃহস্প‌তিবার (১৭ জুলাই) স‌চিবাল‌য়ে সাংবা‌দিক‌দের এক প্রশ্নের জবা‌বে তি‌নি এ তথ্য জানান। 

এখন গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভা‌বিক র‌য়ে‌ছে জানিয়ে তিনি বলেন, “গোপালগ‌ঞ্জে যারা অন‌্যায় ক‌রে‌ছে তাদের গ্রেপ্তার করা হবে, কাউকে ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না।” 

স্বরাষ্ট্র উপ‌দেষ্টা ব‌লেন, “গো‌য়েন্দা তথ‌্য ছিল, এত‌কিছু হ‌বে ওই তথ‌্য ছিল না।” 

‌গোপালগ‌ঞ্জে আইন শৃঙ্খলাবা‌হিনী ব‌্যর্থ এন‌সি‌পির এমন অভি‌যো‌গের জবা‌বে তি‌নি ব‌লেন, “অনেকে অনেক কথা বলতে পারেন, যার যার ক্ষোভ সে দেবে।” 

অপর এক প্রশ্নে তিনি ব‌লেন, “কার্যত নি‌র্দেশনা দেওয়া হ‌য়ে‌ছে ওখা‌নে, ভ‌বিষ‌্যতে যা‌তে এ ধর‌নের ঘটনা না ঘ‌টে।” 

গতকাল বুধবার (১৬ জুলাই) এনসিপির সমাবেশকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগের নেতা কর্মীদের সংঘর্ষ হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে চার জনের মৃত্যু হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। কিন্তু তাতেও কাজ না হওয়ায় বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গোপালগঞ্জে কারফিউ জারি করেছে অন্তর্বর্তী সরকার।

ঢাকা/নঈমুদ্দীন/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়