ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জুলাই স্মরণে সব জেলায় প্রতীকী ম্যারাথন শুক্রবার 

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১০, ১৭ জুলাই ২০২৫  
জুলাই স্মরণে সব জেলায় প্রতীকী ম্যারাথন শুক্রবার 

জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে শুক্রবার (১৮ জুলাই) দেশের সব জেলায় প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হবে। জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা যার অগ্রভাগে থাকবেন।

বৃহস্পতিবার (১৭ জুলাই) তথ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানা‌নো হ‌য়ে‌ছে।

গণঅভ্যুত্থান স্মরণে এদিন সব বেসরকারি বিশ্ববিদ্যালয় নিজ নিজ উদ্যোগে ‘জুলাই স্মরণ’ অনুষ্ঠান আয়োজন করবে। এ অনুষ্ঠানে ‘টিচার্স ইন জুলাই’ ও ‘প্রাইভেট ইউনিভার্সিটিস ইন জুলাই’ চলচ্চিত্র প্রদর্শন করা হবে।

হাতিরঝিলে জুলাইয়ের গানসহ ‘প্রাইভেট ইউনিভার্সিটিস ইন জুলাই’ ও ‘আবরার ফাহাদ’ শীর্ষক চলচ্চিত্র দুটি প্রদর্শন করা হবে। রাতে ড্রোনের মাধ্যমে গত বছরের ১৮ জুলাই ইন্টারনেট বন্ধ করে দেওয়ার গল্প তুলে ধরা হবে।

১৮ জুলাই স্মরণে মিউজিক্যাল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা হবে, যার থিম মিউজিক হবে ‘আওয়াজ উডা’। এ ভিডিওটিকে ১৮ জুলাই রিমেম্বারেন্স নামে শেয়ার করা হবে। ধারাবাহিক কর্মসূচি অনুযায়ী এ দিনে ‘একটি শহীদ পরিবারের সাক্ষ্য’ ডকুমেন্টারির পার্ট-৪ প্রচার এবং একজন জুলাই যোদ্ধার স্মৃতিচারণের ভিডিও শেয়ার করা হবে।
সব মন্ত্রণালয় ও বিভাগের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও অন্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এ অনুষ্ঠানমালা প্রচার করা হবে।

ঢাকা/নঈমুদ্দীন/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়