ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হাতিরঝিলে চক্রাকার বাসে চালু হচ্ছে ‘র‌্যাপিড পাস’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০১, ২০ জুলাই ২০২৫  
হাতিরঝিলে চক্রাকার বাসে চালু হচ্ছে ‘র‌্যাপিড পাস’

হাতিরঝিলে চক্রাকার বাস সার্ভিসে (এইচ আর ট্রান্সপোর্ট এজেন্সি) ‘র‌্যাপিড পাস’ কার্ডের মাধ্যমে ভাড়া আদায় কার্যক্রম আজ থেকে শুরু হবে।

রবিবার (২০ জুলাই) বিকেল ৩টার দিকে হাতিরঝিলে চক্রাকার বাস সার্ভিস এফডিসি কাউন্টারের পাশে প্রধান অতিথি হিসেবে ‘র‌্যাপিড পাস’ কার্যক্রমের উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

এছাড়া, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, শেখ মইনউদ্দিন ও ফয়েজ আহমদ তৈয়্যব।

এদিকে, শনিবার (১৯ জুলাই) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য অফিসার নোবেল দে জানান, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) পরিচালিত ‘র‌্যাপিড পাস’ কার্ডের মাধ্যমে সব গণপরিবহনের ভাড়া আদায়ের অংশ হিসেবে হাতিরঝিলে চক্রাকার বাস সার্ভিসে এ কার্যক্রম শুরু হচ্ছে।

ঢাকা/হাসান/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়