ঢাকা     বুধবার   ০৭ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জাতীয় নির্বাচন

আইনশৃঙ্খলা বাহিনী সব স্থানে প্রবেশের অনুমতি পাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৯, ৫ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৬:১৯, ৫ জানুয়ারি ২০২৬
আইনশৃঙ্খলা বাহিনী সব স্থানে প্রবেশের অনুমতি পাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী ভোট কেন্দ্রসহ যেকোনো স্থানে যেকোনো সময় প্রবেশ করতে পারবে। এর উদ্দেশ্য হচ্ছে নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা প্রতিহত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা। এই তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (৫ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ সচিবালয়ের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৯তম সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আরো পড়ুন:

তিনি বলেন, “নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব বাহিনী মাঠ পর্যায়ে সমন্বিত ও সক্রিয়ভাবে কাজ করবে। রাস্তাঘাট বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করলে আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা নেবে।এছাড়া দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা নজরদারি বাড়ানো ও সব বাহিনীর তথ্য-উপাত্ত সমন্বয় করার নির্দেশনা দেওয়া হয়েছে।”
উপদেষ্টা এ সময় রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “ফ্যাসিস্ট বা নাশকতাকারীরা যেন রাজনৈতিক দলের মধ্যে অনুপ্রবেশ করতে না পারে, তা নিশ্চিত করতে হবে।”

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি ও আইজিপি বাহারুল আলম।

ঢাকা/আসাদ/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়