ঢাকা     বুধবার   ০৭ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাদক দমনে বিশেষ অভিযান জোরদার করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৮, ৫ জানুয়ারি ২০২৬  
মাদক দমনে বিশেষ অভিযান জোরদার করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক দমন এবং পার্বত্য অঞ্চলে শান্তি বজায় রাখতে নজরদারি ও বিশেষ অভিযান আরো জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

সোমবার (৫ জানুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৯তম সভা শেষে সাংবাদিকদেন ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

উপদেষ্টা জানান, গত ডিসেম্বরে (২০২৫) দেশব্যাপী মাদকবিরোধী অভিযানে ৬৫৮টি মামলা, ১ হাজার ৬১৩টি মোবাইল কোর্ট পরিচালনা এবং ২ হাজার ৩৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক দমন এবং পার্বত্য অঞ্চলে শান্তি বজায় রাখতে নজরদারি ও বিশেষ অভিযান আরো জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

সভায় কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় ড্রাইভারদের সতর্কভাবে গাড়ি চালানো এবং এ বিষয়ে পরিবহন মালিক ও শ্রমিক সমিতিকে পরামর্শ দেওয়া হয়।

প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, আইজিপি বাহারুল আলম উপস্থিত ছিলেন। 

ঢাকা/এএএম/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়