ঢাকা     বুধবার   ০৭ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৮ জুলাই শহীদের পরিচয় শনাক্ত: মুক্তিযুদ্ধ উপদেষ্টা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১১, ৫ জানুয়ারি ২০২৬  
৮ জুলাই শহীদের পরিচয় শনাক্ত: মুক্তিযুদ্ধ উপদেষ্টা

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম জানিয়েছেন, জুলাই গণঅভ্যুত্থানে ঢাকার বিভিন্ন স্থানে নিহত হয়ে অজ্ঞাত পরিচয়ে রায়ের বাজার কবরস্থানে দাফন করা ১১৪ জন শহীদের মরদেহ থেকে ডিএনএ নমুনা সংগ্রহের মাধ্যমে ইতোমধ্যে ৮ জন শহীদের পরিচয় শনাক্ত করা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর রায়ের বাজার কবরস্থান সংক্রান্ত সিআইডি আয়োজিত ‘২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে অজ্ঞাতনামা শহীদদের মরদেহ পরিচয় শনাক্তকরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

উপদেষ্টা জানান, উত্তোলন করা ১১৪টি মরদেহের ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহের পর ৯টি পরিবারের দেওয়া ডিএনএ নমুনার সঙ্গে মিলিয়ে এ পর্যন্ত ৮ জন শহীদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, সিআইডি প্রধান মো. ছিবগাত উল্লাহ এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সোহেল রানার মা।

এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী।

অনুষ্ঠান শেষে শনাক্তকৃত শহীদদের কবর তাদের নিকটাত্মীয়দের কাছে হস্তান্তর করা হয়। পাশাপাশি সেখানে গাছের চারা রোপণ, শহীদদের স্মরণে স্থাপিত নামফলক উদ্বোধন এবং মোনাজাত করা হয়।

ঢাকা/আসাদ/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়