প্রতীক বরাদ্দের আগে ভোটের প্রচার নিষিদ্ধ, স্মরণ করিয়ে দিল ইসি
কিছু কিছু আসনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন আবারো সব প্রার্থীকে সকর্ত করে বলে দিল, প্রতীক বরাদ্দের আগে কোনো রাজনৈতিক দল, প্রতিদ্বন্দ্বী প্রার্থী কিংবা তাদের পক্ষে অন্য কোনো ব্যক্তি নির্বাচনি প্রচার চালাতে পারবেন না।
নির্বাচন কমিশন জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চলমান প্রক্রিয়ায় আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর নির্বাচনি আচরণবিধিমালা মেনে প্রচার শুরু করতে হবে।
সোমবার (৫ জানুয়ারি) কমিশন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে সতর্কতা উচ্চারণ করে বলা হয়েছে, নির্বাচন কমিশন প্রতিদ্বন্দ্বী প্রার্থীসহ সংশ্লিষ্ট সবার প্রতি আচরণ বিধিমালা কঠোরভাবে অনুসরণের আহ্বান জানাচ্ছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলে মনোনয়ন থেকে প্রতীক বরাদ্দ, তারপর প্রচার ও ভোটগ্রহণের আগে প্রচার বন্ধের সুনির্দিষ্ঠ দিনক্ষণ জানিয়ে দিয়েছিল। তবে নাটোরসহ কিছু কিছু জায়গায় প্রতীক নিয়ে গণসংযোগের অভিযোগ রয়েছে।
ফলে নতুন বিজ্ঞপ্তি দিয়ে নির্বাচন কমিশন ফের বলে দিয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হওয়ার ৪৮ ঘণ্টা আগে সব ধরনের প্রচার বন্ধ করতে হবে।
নির্বাচনের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নির্ধারিত সময়সীমা ও বিধিনিষেধ মেনে চলার ওপর গুরুত্বারোপ করেছে কমিশন।
ঢাকা/এএএম/রাসেল