ঢাকা     বৃহস্পতিবার   ০৮ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রেজা কিবরিয়াকে শোকজ

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১২, ৭ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৮:১৫, ৭ জানুয়ারি ২০২৬
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রেজা কিবরিয়াকে শোকজ

রেজা কিবরিয়া

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়াকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। 

বুধবার (৭ জানুয়ারি) নির্বাচন অনুসন্ধান এবং বিচারিক কমিটির চেয়ারম্যান সায়দুর রহমান স্বাক্ষরিত এ নোটিশ রেজা কিবরিয়ার কাছে পাঠানো হয়। 

আরো পড়ুন:

হবিগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, নির্বাচন অনুসন্ধান এবং বিচারিক কমিটির চেয়ারম্যান তাকে (রেজা কিবরিয়া) নোটিশ করেছেন। আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে আমরা সতর্ক আছি।

নোটিশে উল্লেখ করা হয়, রেজা কিবরিয়া গত ২ জানুয়ারি কর্মী-সমর্থক নিয়ে নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি বাজারে জনগণের কাছে লিফলেট ও হ্যান্ডবিল বিতরণ করেন। এর ছবি এবং দলিলাদিসহ গত ৪ জানুয়ারি একটি লিখিত অভিযোগ দেন জিতু মিয়া সেন্টু নামের এক ব্যক্তি। ৩ জানুয়ারি একই উপজেলার পাঞ্জারাই বাজারে লিফলেট ও হ্যান্ডবিল নিয়ে নির্বাচনি প্রচার চালান রেজা কিবরিয়া। এর ছবি ও দলিলাদিসহ ৪ জানুয়ারি লিখিত অভিযোগ দেন মসফিকুজ্জামান চৌধুরী নোমান নামের আরেক ব্যক্তি। 

আচরণবিধি লঙ্ঘনের দায়ে আনীত অভিযোগগুলো অনুসন্ধান করে কেন আইনি ব্যবস্থা নেওয়া হবে না, এ মর্মে আগামী ১৪ জানুয়ারির মধ্যে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য রেজা কিবরিয়াকে নির্দেশ দেওয়া হয়েছে।  

ঢাকা/মামুন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়