ওয়ালটন কর্মীরা পেলেন ইবনে সিনা ট্রাস্টের ফ্রি মেডিক্যাল সেবা
ওয়ালটন কর্মীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প হয়েছে।
কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার অঙ্গীকার নিয়ে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির হেলিপ্যাড ময়দানে বুধবার (৭ জানুয়ারি) ফ্রি মেডিকেল ক্যাম্প হয়েছে। কোম্পানির এনভায়রনমেন্ট, হেলথ অ্যান্ড সেইফটি বিভাগের আয়োজনে এবং ইবনে সিনা ট্রাষ্ট, সাভার এর সার্বিক তত্ত্বাবধানে এই ফ্রি মেডিক্যাল ক্যাম্প হয়।
প্রতিষ্ঠানের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ইউসুফ আলী বলেন, “ওয়ালটন কর্তৃপক্ষ মনে করে, একজন সুস্থ কর্মীই প্রতিষ্ঠানের মূল চালিকাশক্তি। এই ভাবনা থেকেই আমরা আমাদের কর্মীদের জন্য উন্নত স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে এই বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করেছি। ইবনে সিনা ট্রাস্টের মতো স্বনামধন্য প্রতিষ্ঠানের সাথে এই ক্যাম্পেইন কর্মীদের কাজের উৎসাহ আরো বাড়িয়ে দেবে। কর্মীদের সর্বোচ্চ সুস্থতা নিশ্চিত করতে ভবিষ্যতেও এই ধরনের স্বাস্থ্য সেবা কার্যক্রম এবং সচেতনতামূলক কর্মসূচির আয়োজন অব্যাহত থাকবে।”
ক্যাম্পেইনে ইবনে সিনা ট্রাষ্ট, সাভার শাখার বিশেষজ্ঞ চিকিৎসক দল কর্মীদের বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ প্রদান করেন। এ সময় সাধারণ শারীরিক পরীক্ষা, রক্তচাপ, ওজন এবং উচ্চতার মতো প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে কর্মীদের স্বাস্থ্যগত সমস্যাগুলির বিষয়ে পরামর্শ দেওয়া হয়। কর্মজীবনে সুস্থ ও ফিট থাকার জন্য প্রয়োজনীয় টিপস ও নির্দেশনা দেওয়া হয়। দীর্ঘ সময় কাজ করার মাঝে কর্মীদের শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখার উপায় এবং কর্মক্ষেত্রে সঠিক অঙ্গভঙ্গি বিষয়ে সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়।
ওয়ালটনের ইএউচএস বিভাগের প্রধান মো. মোস্তাফিজুর রহমান রাজু এই উদ্যোগ সম্পর্কে বলেন, “আমাদের কর্মীদের নিরবচ্ছিন্ন উৎপাদনশীলতা এবং মানসিক প্রশান্তি বজায় রাখতে স্বাস্থ্য সুরক্ষার কোনো বিকল্প নেই। আমরা ইবনে সিনা ট্রাস্টের প্রতি কৃতজ্ঞ, যারা তাদের বিশেষজ্ঞ দল নিয়ে আমাদের কর্মীদের সেবা পৌঁছে দিয়েছেন। কর্মক্ষেত্রে নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করাই আমাদের বিভাগের প্রধান লক্ষ্য।”
ইবনে সিনা ট্রাস্টের পক্ষ থেকে প্রতিষ্ঠানের রিজিওনাল ইনচার্জ, কর্পোরেট বিজনেস ডেভেলপমেন্ট, মো. মাসুদ বলেন, “ওয়ালটনের মতো একটি বৃহৎ শিল্প প্রতিষ্ঠানের হাজারো কর্মীর স্বাস্থ্য সেবার অংশ হতে পেরে আমরা আনন্দিত। আমরা আশা করি, আমাদের দেওয়া পরামর্শ ও প্রাথমিক চিকিৎসা কর্মীদের দীর্ঘমেয়াদী সুস্বাস্থ্যের জন্য সহায়ক হবে। স্বাস্থ্যকর শিল্প পরিবেশ বজায় রাখতে ওয়ালটনের এই পদক্ষেপ অন্যদের জন্যও অনুপ্রেরণা।”
এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির কর্মীদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে। ক্যাম্পেইনে আসা কর্মীরা জানান, কাজের চাপের কারণে অনেক সময় নিয়মিত চেকআপ করা সম্ভব হয় না। অফিসের ভেতরেই এমন উন্নত মানের চিকিৎসা সেবা পাওয়ায় তারা অত্যন্ত সন্তুষ্ট।
বিপুলসংখ্যক কর্মকর্তা ও কর্মচারী স্বতঃস্ফূর্তভাবে ক্যাম্পেইনে অংশগ্রহণ করে তাদের স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে জানতে পারেন এবং মূল্যবান পরামর্শ গ্রহণ করেন।
ক্যাম্পেইনে আরো বক্তব্য রাখেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের সহকারী বিজনেস কো-অর্ডিনেটর মো. এনামুল হক, প্রশাসন বিভাগীয় প্রধান তানভির আহমেদ এবং ওয়ালটন মেডিক্যাল সেন্টারের ইনচার্জ সাজ্জাদ হোসেন লেলিন।
ঢাকা/সাইফ