ঢাকা     শুক্রবার   ০৯ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘মোস্তাফিজকে ঘিরে ঘটনা কারও জন্যই ইতিবাচক নয়’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৫, ৬ জানুয়ারি ২০২৬  
‘মোস্তাফিজকে ঘিরে ঘটনা কারও জন্যই ইতিবাচক নয়’

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। ফাইল ফটো।

ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে সাম্প্রতিক যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা বাংলাদেশ ও ভারতের কোনো দেশের জন্যই ইতিবাচক নয় বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, “এই ঘটনার সূচনা বাংলাদেশ থেকে হয়নি, তবুও বিষয়টি দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত।”

মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, “মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার বিষয়টি এখন ক্রীড়াঙ্গন ছাড়িয়ে রাজনৈতিক আলোচনার ভেতরে ঢুকে পড়েছে। অথচ একজন ক্রীড়াবিদ দুই দেশের জন্যই এক ধরনের ‘অ্যাম্বাসেডর’। মোস্তাফিজ একজন প্রতিষ্ঠিত ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত ক্রিকেটার, যাকে কোনো দয়া বা বিশেষ সুবিধায় দলে নেওয়া হয়নি। পর্যালোচনার মাধ্যমেই তাকে নির্বাচন করা হয়েছিল।” 

আইপিএল থেকে বাদ পড়ার পর বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধ হওয়া এবং এর সম্ভাব্য প্রভাব নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এর কোনো প্রভাব পড়েনি। সরকারি ক্রয়সংক্রান্ত বৈঠকেও ক্রীড়া বা আইপিএল নিয়ে কোনো আলোচনা হয়নি।” 

প্রভাব পড়তে পারে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “অর্থনীতি ও সরকারি ক্রয়ের ক্ষেত্রে সরকার যে সিদ্ধান্তগুলো নিচ্ছে, তা যুক্তিনির্ভর এবং বাস্তবসম্মত। এসব সিদ্ধান্তে এই ঘটনার কোনো প্রভাব পড়বে না।”

নির্বাচনের মাত্র দুই মাস আগে এমন একটি ঘটনা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কি না এমন প্রশ্নে অর্থ উপদেষ্টা বলেন, “প্রেক্ষাপট বিবেচনা করলে স্পষ্ট হবে, ঘটনার শুরু বাংলাদেশ থেকে হয়নি। বিষয়টি দুর্ভাগ্যজনক হলেও আবেগের বশে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে হচ্ছে।”

অর্থ উপদেষ্টা বলেন, “ইতিহাসে দেখা গেছে রাজনৈতিক বিরোধ থাকা সত্ত্বেও খেলাধুলা বন্ধ হয়নি।” আবেগের জায়গা থেকে নয়, বরং বিবেচনার সঙ্গে দুই পক্ষ বিষয়টি সমাধান করবে বলেই আশা প্রকাশ করেন তিনি। কোনোভাবেই যেন রাজনৈতিক বা অর্থনৈতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত না হয় সেই প্রত্যাশাও ব্যক্ত করেন অর্থ উপদেষ্টা।

এদিকে, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিভাজন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, নি“র্ধারিত সময়ের মধ্যে কাজটি সম্পন্ন না হলেও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা প্রায় শেষ।” ফেব্রুয়ারির ১২ তারিখের মধ্যেই বিষয়টি চূড়ান্ত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অন্তর্বর্তী সরকারের মেয়াদেই এই কাঠামোগত পরিবর্তন বাস্তবায়ন হবে বলেও জানান তিনি।

ঢাকা/এএএম/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়