ঢাকা     শনিবার   ১০ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তিন উইকেট নিয়ে রিশাদের ফেরা, জিতল তার দল হ‌্যারিকেন্স

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৭, ৯ জানুয়ারি ২০২৬  
তিন উইকেট নিয়ে রিশাদের ফেরা, জিতল তার দল হ‌্যারিকেন্স

বিগ ব‌্যাশে ধারাবাহিক দ্যুতি ছড়িয়ে আসছিলেন রিশাদ হোসেন। হোবার্ট হ‌্যারিকেন্সের হয়ে নিয়মিত ভালো বোলিংয়ের পাশাপাশি উইকেটের জোয়ার চলছিল তার। কিন্তু নতুন বছরে প্রথম দুই ম‌্যাচেই রিশাদ উইকেটের দেখা পাননি।ভালো বোলিং করলেও সাফল‌্য মিলছিল না।

নিজের অপেক্ষা দীর্ঘায়িত করলেন না তিনি। শুক্রবার (৯ জানুয়ারি) অ‌্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে ২৬ রানে ৩ উইকেট নিয়ে দলের সেরা বোলার ছিলেন বাংলাদেশের তারকা লেগ স্পিনার। ম‌্যাচটা সহজে জিতেছে হোবার্ট।

আরো পড়ুন:

আগে ব‌্যাটিং করে হোবার্ট ৬ উইকেটে ১৭৮ রান করে। জবাব দিতে নেমে রিশাদ, এলিসদের দারুণ বোলিংয়ে অ‌্যাডিলেড ৯ উইকেটে ১৪১ রানের বেশি করতে পারেনি। ৩৭ রানের দারুণ জয় পায় হোবার্ট। ২ ওভারে ৭ রানে ২ উইকেট নিয়ে ম‌্যাচ সেরা হয়েছেন এলিস।

রিশাদের বোলিংয়ের শুরুটা হয়েছিল ছক্কা হজম করে। তার করা ওভারের দ্বিতীয় বলে ছক্কা উড়ান লিয়াম স্কট। পরের ৩ বলে লেগ স্পিনার আরো ৩ রান দেন। ষষ্ঠ বলে পেয়ে যান উইকেটের স্বাদ। হ‌্যারি মানেনতি প‌্যাডেল সুইপ খেলতে গিয়ে শর্ট ফাইন লেগে ক‌্যাচ দেন। প্রথম ওভারে ১০ রানে রিশাদের প্রাপ্তি ১ উইকেট।

নবম ওভারে ফিরে প্রথম বলেই মেলে সাফল‌্য। জেমি ওভারটন তার বল এগিয়ে এসে উড়াতে চেয়েছিলেন। বলের টার্ণে পুরোপুরি ব‌্যর্থ হন। উইকেটের পেছনে ওয়েড বাকি কাজ সারেন।ওই ওভারে চতুর্থ ও পঞ্চম বলে দুটি বাউন্ডারি রিশাদ হজম করেন স্কটের ব‌্যাটে।

এক ওভার পর ফিরে একেবারে নিয়ন্ত্রিত ছিল তার বোলিং। রান দেন মাত্র ৩। ১৫তম ওভারে নিজের শেষ ওভার করতে আসেন রিশাদ। দ্বিতীয় বলে লুক উডের উইকেট নেন এই লেগ স্পিনার। তার ফুলার লেন্থ বল উড উড়াতে গিয়ে ডিপ মিড উইকেটে ক‌্যাচ দেন ১১ রানে। ২ রানে ১ উইকেট নিয়ে নিজের বোলিং স্পেল শেষ করে রিশাদ।

৮ ম‌্যাচে ২০.৮১ গড় ও ৭.৬৩ ইকোনমিতে রিশাদের উইকেট সংখ‌্যা ১১টি।

ঢাকা/ইয়াসিন/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়