ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ফ্রেমে বন্দি পাখি

সাঈদ ইবরাহীম রিফাত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২১, ৫ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফ্রেমে বন্দি পাখি

মায়ের চোখে চোখে বাচ্চা

অতিথি পাখিদের কলকাকলিতে মুখরিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এ উপলক্ষে ক্যাম্পাসের শিক্ষার্থীরা ছাড়াও দেশ-বিদেশের অনেক অতিথিরা ভিড় করছেন পাখিদের জলকেলি খেলা দেখতে।

এখানে প্রায় ২০-২৫ প্রজাতির অতিথি পাখির দেখা মেলে। সরালি, ফেচার, কম্বার্ট, গার্গনি, ছোট গেরিয়া, মুর্গ্যধি, কাম্বালি, ডাহুক, বক, মানিকজোড়, কলাই এবং ফুলপিপিসহ নানা প্রজাতির পাখি রয়েছে। বিচিত্র এ পাখিগুলোর কিছু মুহুর্ত ফুটে ওঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী সাঈদ ইবরাহীম রিফাতের ক্যামেরায়।

মায়ের মুখে খাবার দেখে বাচ্চার আনন্দ ধ্বনি
 

প্রিয়জনের অপেক্ষায়
 

বিরহ বেদনা
 

খাদ্যের খোঁজে আপন মনে
 

দিন শেষে আপন নীড়ে
 

জলকেলিতে ব্যস্ত সবাই  

 

জাবি/হাকিম মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়