ঢাকা     বৃহস্পতিবার   ১৬ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ২ ১৪৩১

আজও ছাত্রদলের বিক্ষোভ

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২১, ২৫ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আজও ছাত্রদলের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক : আজও নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করছেন ছাত্রদলের নেতা-কর্মীরা।

বহিষ্কারাদেশ ও বয়সসীমা প্রত্যাহারের দাবিতে তারা এ বিক্ষোভ করছেন।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে মিছিল নিয়ে কার্যালয়ের সামনে জড়ো হন ছাত্রদলের একাংশের নেতা-কর্মীরা। সেখানে অবস্থান করে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এর আগে গতকালও তারা বিক্ষোভ করেন। এসময় সেখানে ৫টি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।

গত ২২ জুন ১২ জনকে বহিষ্কার করা হয়। এরপর রোববার সংবাদ সম্মেলন করে ১৫ জুলাই ছাত্রদলের কাউন্সিল করার ঘোষণা দেয় বিএনপি।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৫ জুন ২০১৯/সাওন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়