ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

৭২ ঘণ্টার মধ্যে মামুনুলকে গ্রেপ্তারের আলটিমেটাম

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৩, ১ এপ্রিল ২০২১   আপডেট: ০২:২২, ২ এপ্রিল ২০২১
৭২ ঘণ্টার মধ্যে মামুনুলকে গ্রেপ্তারের আলটিমেটাম

হেফাজতে ইসলামের নেতা মামুনুল হকসহ যারা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের সঙ্গে জড়িত তাদের ৪ এপ্রিলের মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী পিপলস পার্টি। তা না হলে আগামী ৫ এপ্রিল সকাল-সন্ধ্যা হরতালের হুমকি দিয়েছে সংগঠনটি৷

বৃহস্পতিবার (১ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে ইসলামী পিপলস পার্টি আয়োজিত ‘ইসলামের নামে যারা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে, ইসলামের দৃষ্টিতে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া উচিত’ শীর্ষক আলোচনা সভায় ইসলামী পিপলস পার্টি।

ইসলামী পিপলস পার্টির চেয়ারম্যান মাওলানা মো. ইসমাইল হোসাইন বলেন, ‘ইসলাম শান্তির ধর্ম। ধর্মীয় সংগঠনের নামে রাষ্ট্রের সম্পদ নষ্টের মতো কর্মকাণ্ড চালানো মোটেও শোভা পায় না। মামুনুল হকসহ যারা ইসলামের নামে, আন্দোলনের নামে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে, চার দিনের মধ্যে তাদের গ্রেপ্তার করতে হবে। নতুবা ৫ তারিখ হরতাল দেবো। সেদিন মামুনুল হকের বাড়ি ঘেরাও করব। তাকে আমরা প্রশাসনের হাতে তুলে দেবো।’

এ সময় আরও উপস্থিত ছিলেন—সংগঠনটির মহাসচিব মাওলানা কাজী শাহ মো. ওমর ফারুক, ইসলামী চিন্তাবিদ আলহাজ মো. হাজী হাবিব উল্লাহ।

নঈমুদ্দীন/সাইফ

আরো পড়ুন  



সর্বশেষ