ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজধানীর চার স্থানে ঢাকা দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫১, ২৭ নভেম্বর ২০২৩  
রাজধানীর চার স্থানে ঢাকা দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল বাতিল ও সরকারের পদত্যাগের দাবিতে বিএনপির ডাকা সপ্তম ধাপের ৪৮ ঘণ্টা অবরোধ সফলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

সোমবার (২৭ নভেম্বর) সকালে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন ও সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদারের নেতৃত্বে মগবাজার ওয়ারলেস গেট থেকে মগবাজার মোড়, প্রেস ক্লাব, মতিঝিল কালভার্ট রোড থেকে আরামবাগ মোড়, খিলগাঁও তিলপাপাড়া বাসাবো রোডে পৃথকভাবে বিক্ষোভ মিছিল করেছে।

মিছিলগুলোতে আরও উপস্থিত ছিলেন- ছাত্রদলের সাবেক সহ সভাপতি জয়দেব জয়, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম সোহেল, জসিম উদ্দিন, এস এম কবির, সহসাধারণ সম্পাদক মাহবুব ফরাজী, সদস্য রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সহসভাপতি এস এম সায়েম, যুগ্ম সম্পাদক কাজী মহিউদ্দিন মহী, যুগ্ম সম্পাদক হাসান আলী, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম পলাশ প্রমুখ।

মেয়া/এনএইচ

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়