ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাংলাদেশের উপ-হাইকমিশনে হামলায় ওয়ার্কাস পার্টির নিন্দা ও ক্ষোভ

জ্যেষ্ঠ প্রতি‌বেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৬, ৪ ডিসেম্বর ২০২৪  
বাংলাদেশের উপ-হাইকমিশনে হামলায় ওয়ার্কাস পার্টির নিন্দা ও ক্ষোভ

ভারতের ত্রিপুরায় বাংলাদেশের উপ-হাইকমিশন অফিস আক্রমণ, পতাকা অবমাননার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।

বুধবার এক বিবৃতিতে দলটির পলিটব্যুরো বলেছে, গত ২ ডিসেম্বর ভারতের ত্রিপুরায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে বাংলাদেশবিরোধী শ্লোগান দিয়ে আক্রমণ এবং পতাকা ছিঁড়ে ফেলার ঘটনা অবমাননাকর। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।     

বিবৃতিতে বলা হয়, ৫ আগস্ট বাংলাদেশে ক্ষমতা পরিবর্তনের পর থেকে উভয় দেশের ধর্মীয় সাম্প্রদায়িকতার উস্কানির রাজনীতির প্রবণতা পরিলক্ষিত হচ্ছে। ভারতের সামাজিক মাধ্যমে কতিপয় বিশেষ গোষ্ঠীর নিয়ন্ত্রণহীন বাংলাদেশবিরোধী প্রচার, তেমনি বাংলাদেশ থেকেও ঘোলাজলে মাছ শিকারের আশায় কতিপয় উগ্রবাদী ভারতবিরোধী শক্তি ভারতের পতাকাকে পাপোষ বানিয়ে তার ওপর হেঁটে ভারতের পতাকা অবমাননার ধৃষ্টতার নজির সৃষ্টি করেছে। এসব কর্মকাণ্ড পরস্পর বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী দেশের জনগণের শান্তিপূর্ণ সহ-অবস্থানের বিরুদ্ধে অবস্থান বলে দলটি মনে করে।

উপমহাদেশে সুদীর্ঘকাল ধর্মীয় সম্প্রীতি রক্ষা করে স্ব স্ব দেশের জনগণ তাদের স্ব বৈশিষ্ট্যে নিজের দেশ বিকশিত করছেন উল্লেখ করে বিবৃতিতে আরো বলা হয়, বিশেষভাবে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের যে অসাম্প্রদায়িক পথযাত্রা অব্যাহত রয়েছে তা কোনো ধর্মীয় সাম্প্রদায়িক সংঘাতের মধ্যে নিপতিত করা যাবে না। দুই দেশের সরকার রাজনৈতিক বিরোধ না বাড়িয়ে আলোচনা ও সম্পর্ক উন্নয়নের মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ায় সাম্রাজ্যবাদবিরোধী অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাজনীতি এগিয়ে নবেন- দুই দেশের শান্তিকামী জনগণ এটা আশা করে। 

ঢাকা/নঈমুদ্দীন// 

সর্বশেষ

পাঠকপ্রিয়