ঢাকা     শনিবার   ২২ মার্চ ২০২৫ ||  চৈত্র ৯ ১৪৩১

ছয় বছর পর ইসিতে বিএনপির প্রতিনিধিদল

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৬, ৯ ফেব্রুয়ারি ২০২৫  
ছয় বছর পর ইসিতে বিএনপির প্রতিনিধিদল

রবিবার বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনে প্রবেশ করে

দীর্ঘ ছয় বছর পর বিএনপির কোনো প্রতিনিধিদল নির্বাচন কমিশনে গেছে।

রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টার সময় তিন সদস্যের একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনে আসে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান গণমাধ্যমকে বলেন, ‌“আমরা দীর্ঘদিন পর নির্বাচন কমিশনে এলাম। এর আগে আসা হয়নি। আজ এলাম নির্বাচনি রোডম্যাপ দিতে। এছাড়া নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে সিইসিসহ নির্বাচন কমিশনারদের সঙ্গে কথা বলব।”

আরো পড়ুন:

জানা গেছে, ৩টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান ও সালাউদ্দিন আহমেদ নির্বাচন কমিশনে প্রবেশ করেন। তারপর ৩টা ৫ মিনিটে প্রতিনিধি দলটি প্রধান নির্বাচন কমিশনারের কক্ষে যান। 

এরপর নির্বাচন কমিশনাররা সিইসির কক্ষে প্রবেশ করেন। ৩টা ২১ মিনিটে বিএনপির প্রতিনিধিদল ও সিইসিসহ নির্বাচন কমিশনাররা সিইসির সভাকক্ষে প্রবেশ করেন।

ঢাকা/এসবি

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়