ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আব্দুল মান্নানের জানাজা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৩, ১৮ জুলাই ২০২৫  
জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আব্দুল মান্নানের জানাজা

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল মান্নান তালুকদারের  জানাজা হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজা হয়।

আরো পড়ুন:

এ সময় বিএনপির পক্ষ থেকে এবং সংসদ সচিবালয়ের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। সংসদ সচিবালয়ের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন অতিরিক্ত সচিব জহির রায়হান।

জানাজার আগে আব্দুল মান্নান তালুকদারকে নিয়ে স্মৃতিচারণ করেন সাবেক সংসদ সদস‌্য জি এম সিরাজ, আব্দুল মান্নান তালুকদারের সন্তান রাহিদ মান্নান লেনিন। সংসদ সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীসহ বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা জানাজায় অংশ নেন। 

শুক্রবার সকাল ১১টার দিকে ঢাকার ধানমন্ডি-২৭ নম্বরে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগাহী রেখে গেছেন।

ঢাকা/এএএম/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়