শাহবাগে বড় স্ক্রিনে দেখানো হচ্ছে জামায়াতের সমাবেশ
জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতিসহ সাত দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী-সমর্থকরা যোগ দিয়েছেন। ভিড় বেশি হওয়ায় অনেকেই মূল মঞ্চ পর্যন্ত পৌঁছাতে পারছেন না। তাই, সবাই যাতে সমাবেশ লাইভ দেখতে পারেন, সেজন্য সমাবেশস্থলের পাশে শাহবাগে মোড়ে বড় স্ক্রিন বসানো হয়েছে।
শনিবার (১৯ জুলাই) দুপুরে রাজধানীর শাহবাগ মোড়ে গিয়ে দেখা গেছে, দুটি বড় স্ক্রিনে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ লাইভ দেখছেন অনেক মানুষ।
বরিশাল থেকে আসা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতা কাওসার হোসেন রাইজিংবিডিকে বলেছেন, “আমাদের মূল ভেন্যু সোহরাওয়ার্দী উদ্যানে অনেক চেষ্টা করেও প্রবেশ করতে পারিনি। তাই, জাতীয় নেতৃবৃন্দের বক্তব্য এখানে বড় স্ক্রিনে শুনতেছি।”
চট্টগ্রামে থেকে আসা জামায়াত নেতা নাসারুল্লাহ মোল্লা বলেন, “আমাদের গাড়ি ঢাকায় আসতে দেরি করেছে, তাই মাঠে যেতে পারিনি। জাতীয় নেতৃবৃন্দের বক্তব্য মিস করতে চাই না। তাই, এখন বড় স্ক্রিনে দেখছি।”
জামায়াতে ইসলামীর সাত দাবি হলো: অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। সব গণহত্যার বিচার করতে হবে। প্রয়োজনীয় মৌলিক সংস্কার করতে হবে। জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন করতে হবে। জুলাই অভ্যুত্থানে শহীদদের পরিবার ও আহতদের পুনর্বাসন করতে হবে। সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন করতে হবে। ১ কোটির বেশি প্রবাসীকে ভোটাধিকার দিতে হবে।
ঢাকা/রায়হান/রফিক