বিপদ কেটে গেলে মানুষ উৎফুল্ল হয়, অহঙ্কারী হয় দেখতে পাচ্ছি: নুর
জামায়াতের সমাবেশে বক্তব্য দিচ্ছেন নুরুল হক নুর
গণঅধিকার পরিষদের সভাপতি সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর বলেছেন, “আল্লাহতালা মানুষকে ধন সম্পদ এবং ক্ষমতা দিয়ে পরীক্ষা করেন। গত ১৬ বছরে আমাদের কাছ থেকে আল্লাহতালা আমাদের ধৈর্যের পরীক্ষা নিয়েছেন। আমরা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। জুলাইয়ে আল্লাহ বাংলাদেশের মানুষের উপরে চেপে থাকা দৈত্য দানবের মত ১৬ বছরের ফ্যাসিবাদকে পরাজিত করেছি। কিন্তু হাদিসে আছে, বিপদ কেটে গেলে মানুষ উৎফুল্য হয়, অহংকারী হয়। তাই আমরা দেখতে পাচ্ছি। এই গণঅভ্যুত্থানে আমাদের অংশীজনেরা মজলুমরা আজকে উৎফুল হয়ে জালিম হয়ে উঠছে।”
শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে তিনি এ কথা বলেন।
নুরুল হক নুর বলেন, “মনে করিয়ে দিতে চাই, আমরা যদি সীমা লঙ্ঘন করি শেখ হাসিনার মতো আল্লাহপাকও কিন্তু আমাদেরকে ছাড় দিবেন না। আজকের যেই ছাত্র জনতার সংগ্রামের মধ্য দিয়ে রক্ত এবং প্রাণের বিনিময়ে আমরা ঐতিহাসিক পরিবর্তন পেয়েছি এই পরিবর্তনকে টেকসই করার জন্য শাসনতান্ত্রিক এবং সরকার ব্যবস্থার পরিবর্তনের আওয়াজ উঠেছে। শাসনতান্ত্রিক ব্যবস্থার মৌলিক পরিবর্তন না করে নির্বাচনের দিকে হাঁটবেন না। নির্বাচনের আগে সব রাজনৈতিক দল যেন নির্বিঘ্নে প্রচার করতে পারে নিরপেক্ষ একটি প্রশাসনিক এবং রাষ্ট্রব্যবস্থা থাকে সেই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।”
“জুলাই ঘোষণাপত্র এবং যে জুলাই সনদ জুলাই মাসে বাস্তবায়ন করার কথা, সরকার যদি দিতে ব্যর্থ হয়; জুলাই অংশীদাররা ঐক্যমতের ভিত্তিতে আবার আন্দোলন করার হুঁশিয়ারি,” উচ্চারণ করেন নুর।
ঢাকা/রায়হান/এসবি