জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বিশেষ সাক্ষাৎ
রবিবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বিশেষ সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
রবিবার (১১ জানুয়ারি) দুপুরে তারা সাক্ষাৎ করেন।
এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নির্বাচনি মিডিয়া উপ-কমিটির প্রধান মাহাবুব আলম এ তথ্য জানান।
জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়।
এর আগে গতকাল নাহিদ ইসলাম সাংবাদিকদের জানিয়েছিলেন, আজ (রবিবার) বা আগামীকাল সোমবারের মধ্যে জামায়াত জোটের আসন সংখ্যার চূড়ান্ত ঘোষণা দেওয়া হতে পারে।
ঢাকা/রায়হান/ইভা