ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাঝে মাঝেই শরীরে ‘খিঁচুনি’ অনুভব করেন, ব্রেন টিউমারে ভুগছেন না তো?

দেহঘড়ি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩২, ১৫ জুলাই ২০২৫   আপডেট: ১২:৩৬, ১৫ জুলাই ২০২৫
মাঝে মাঝেই শরীরে ‘খিঁচুনি’ অনুভব করেন, ব্রেন টিউমারে ভুগছেন না তো?

ব্রেন টিউমার ভারসাম্য বা সমন্বয়ে সমস্যা তৈরি করে। ছবি: প্রতীকী

ব্রেন টিউমার এমন একটি রোগ যা সহজে নির্ণয় করা যায় না। আপনি যদি ভাবেন যে, ব্রেন টিউমার আছে কিনা তা কীভাবে জানা যাবে? তাহলে উত্তর হলো আপনি নিজে এই রোগ সম্পর্কে জানতে পারবেন না। এমনকি নিজে নিজে জানার চেষ্টা করাও উচিত না। ব্রেন টিউমার নিজে নিজে নির্ণয় করা সম্ভব নয়। এই রোগ সঠিকভাবে নির্ণয় করতে দেরি হয়ে গেলে প্রয়োজনীয় চিকিৎসা সেবা বিলম্বিত হতে পারে।

শারীরিক কোনো অস্বাভাবিক লক্ষণ দেখা দিলে একজন স্বাস্থ্যসেবা পেশাদার চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা উচিত। ব্রেন টিউমারের একটি কমন লক্ষণ হিসেবে ধরা হয় মাথা ব্যথাকে। কিন্তু এর বাইরেও আরও কিছু লক্ষণ রয়েছে যেগুলো ব্রেন টিউমারের ফলে দেখা দিতে পারে। যেমন খিঁচুনি। 

আরো পড়ুন:

মস্তিষ্কে টিউমারের হওয়ার সবচেয়ে সাধারণ লক্ষণগুলোর একটি হলো খিঁচুনি। আমেরিকান ক্যান্সার সোসাইটির মতে, ‘‘ব্রেন টিউমারে আক্রান্ত প্রায় অর্ধেক লোকেরই খিঁচুনি হবে। কিছু লোকের ক্ষেত্রে, খিঁচুনি ব্রেন টিউমারের প্রথম লক্ষণ হতে পারে।’’

অন্যান্য লক্ষণ
খিঁচুনি এবং মাথাব্যথা যা ক্রমাগত খারাপ হতে থাকে। মস্তিষ্কের টিউমারের অন্যান্য লক্ষণগুলির মধ্যে আরও থাকতে পারে:

ব্যক্তিত্বের পরিবর্তন

দৃষ্টি পরিবর্তন বা ঝাপসা দৃষ্টি

ভারসাম্য বা সমন্বয়ের সমস্যা

ক্লান্তি বা তন্দ্রা ভাব

বমি বমি ভাব বা বমি

সমালোচনামূলক চিন্তাভাবনা, যুক্তি উপস্থাপন এবং সমস্যা সমাধানের ক্ষমতা হ্রাস পেতে পারে

তথ্যসূত্র: হেলথলাইন

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়