ঢাকা     শুক্রবার   ০৩ মে ২০২৪ ||  বৈশাখ ২০ ১৪৩১

খালেদার ওপর হামলা ঢাকাবাসীর ক্ষোভেরই বহিঃপ্রকাশ : জয়

কামরুজ্জামান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০১, ২০ এপ্রিল ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খালেদার ওপর হামলা ঢাকাবাসীর ক্ষোভেরই বহিঃপ্রকাশ : জয়

সজীব ওয়াজেদ জয়ের ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাস

ডেস্ক রিপোর্ট : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলাকে ঢাকাবাসীর ক্ষোভের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

 

সোমবার রাত পৌনে ১১টায় নিজের অফিসিয়াল ফেসবুক পেজে তিনি লেখেন, ‘বিগত তিন মাস যাবৎ বাসে এবং গণপরিবহণে অগ্নিসংযোগ করে কমপক্ষে ১৬০ জন হত্যা এবং আরো অসংখ্য মানুষকে আহত করায় ঢাকাবাসী খালেদা জিয়ার ওপর ভীষণ ক্ষিপ্ত। আমি মনে করি, যারা আজ তার গাড়িবহরে ইট-পাটকেল নিক্ষেপ করেছে, তা তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছে।’

 

প্রধানমন্ত্রীপুত্র আরো লেখেন, ‘আমরা আওয়ামী লীগ যেকোনো সহিংসতা এবং এই ধরনের হামলা সমর্থন করি না, কিন্তু এটাও ঠিক যে আমরা জনগণের রাগকে নিয়ন্ত্রণ করতে পারি না।’

 

সহিংসতার জবাবে খালেদা জিয়ার ওপর ইটপাটকেল নিক্ষেপ করা যৌক্তিক উপায় নয় দাবি করে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জয় আরো লেখেন, ‘সহিংসতার শিকার ওই নিরপরাধ আক্রান্তদের ন্যায়বিচার প্রাপ্য। খালেদা জিয়া এবং বিএনপিকে তাদের জঘন্য এবং কাপুরুষোচিত জ্বালাও-পোড়াও এর জন্য আইনের আওতায় আনা দরকার। গাড়িবহরে ইট নিক্ষেপ করাটা কোনো উপায় হতে পারে না।’
 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২১ এপ্রিল ২০১৫/কামরুজ্জামান/নওশের

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়