রেললাইনে হাঁটতে গিয়ে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রতীকী চিত্র
পাবনার চাটমোহরে রেললাইনে হাঁটতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ছগির প্রামাণিক (৬৮) নামে এক বৃদ্ধ প্রাণ হারিয়েছেন।
রবিবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে চাটমোহর স্টেশনের এক কিলোমিটার পূর্বে জগতলা গ্রামের রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় মূল গ্রাম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ফরহাদ হোসেন মানিক এ তথ্য জানিয়েছেন।
নিহত ছগির প্রামাণিক চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের জগতলা পূর্বপাড়া গ্রামের মৃত খোরজান প্রামাণিকের ছেলে।
স্থানীয়রা জানান, নিহত বৃদ্ধ ছগির প্রামাণিক দীর্ঘদিন যাবৎ শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ছিলেন। প্রতিদিন সকালে তিনি বাড়ির পাশের রেললাইন দিয়ে হাঁটতেন। আজ (রবিবার) সকালে রেললাইনের ওপর দিয়ে হাঁটার সময় রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। এরপর স্থানীয়রা সিরাজগঞ্জ জিআরপি পুলিশকে খবর দেয়। তারা এসে মরদেহ উদ্ধার করে।
সিরাজগঞ্জ জিআরপি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
ঢাকা/শাহীন/টিপু