ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঠাকুরগাঁও-১ 

স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন যুব মহিলা লীগ নেত্রী তাহমিনা

ঠাকুরগাঁও প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৩, ২৮ নভেম্বর ২০২৩  
স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন যুব মহিলা লীগ নেত্রী তাহমিনা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন ঠাকুরগাঁও যুব মহিলা লীগের সাবেক সাধারণ সম্পাদক তাহমিনা আক্তার মোল্লা। মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেলে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র কেনেন।

তাহমিনা আক্তার বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে দলীয় কোনো বাধা নেই। ঠাকুরগাঁও জেলায় আমার অনেক গ্রহণযোগ্যতা রয়েছে। সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে। তাই আমি নির্বাচনের মাঠে লড়াই করে জয়ের বিষয়ে আশাবাদী।

আরো পড়ুন:

ঠাকুরগাঁও জেলা প্রশাসন সূত্র মতে, ঠাকুরগাঁও-১ আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র পেয়েছেন বর্তমান সাংসদ সদস্য রমেশচন্দ্র সেন। এই আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী তাহমিনা আক্তার মোল্লাসহ সর্বমোট ৭ জন সরকারিভাবে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

মঈনুদ্দীন/মাসুদ

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়