ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এবার অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার করা যাবে চ্যাটজিপিটি অ্যাপ

প্রকাশিত: ২৩:২২, ২৪ জুলাই ২০২৩   আপডেট: ১৫:৫৭, ১৯ আগস্ট ২০২৩
এবার অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার করা যাবে চ্যাটজিপিটি অ্যাপ

সারা বিশ্বে হইচই ফেলে দেওয়া কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবট ‘চ্যাটজিপিটি’। ইতিমধ্যেই আইওএস ব্যবহারকারীরা মোবাইলে এই চ্যাটবট ব্যবহার করছেন। 

কিন্তু এখন পর্যন্ত এই সুযোগ পাননি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা। অবশেষে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এলো সুখবার।এবার থেকে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাও ব্যবহার করতে পারবেন চ্যাটজিপিটি। 

আরো পড়ুন:

টেক ক্রাঞ্চের খবরে বলা হয়েছে, চ্যাটজিপিটির অ্যান্ড্রয়েড সংস্করণ অ্যাপ নিয়ে আসার ঘোষণা দিয়েছে এর নির্মাতা ওপেনএআই। এক টুইট বার্তায় এ ঘোষণা দেওয়া হয়। টুইটে বলা হয়, আগামী সপ্তাহে ব্যবহারকারীরা অ্যান্ড্রয়েড সংস্করণের চ্যাটজিপিটি অ্যাপ ব্যবহার করতে পারবেন।

রোববার (২৩ জুলাই) থেকে গুগল প্লে স্টোরে এই অ্যাপের প্রি-বুকিং শুরু করা হয়েছে। আইওএস অপারেটিং সিস্টেমের মতো অ্যান্ড্রয়েড সংস্করণেও বিনা মূল্যে চ্যাটজিপিটি ব্যবহারের সুযোগ পাবেন ব্যবহারকারীরা।

নাসিম/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়