ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

প্রথবার উইম্বলডনের ফাইনালে সিমোনা

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৯, ১১ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রথবার উইম্বলডনের ফাইনালে সিমোনা

ক্রীড়া ডেস্ক : মর্যাদার উইম্বলডন ওপেনের ফাইনালে উঠেছেন সিমোনা হালেপ। ক্যারিয়ারে প্রথমবারের মতো এ টুর্নামেন্টের ফাইনালে উঠতে এলিনা ভিতোলিনাকে হারিয়েছেন তিনি।

সেমিফাইনালে ভিতোলিনার বিপক্ষে টানা সেটে জয় পেয়েছেন সিমেনা। র‌্যাঙ্কিংয়ের সাতে থাকা রোমানিয়ান এ ললনা ৬-১ ৬-৩ সেটে জয় পেয়েছেন। নারী এককে অষ্টম বাছাই ভিতোলিনার বিপক্ষে জয় পেতে ১ ঘন্টা ১৩ মিনিট লড়াই করতে হয়েছে তাকে।

শিরোপা নির্ধারনী ফাইনাল সিমোনা মুখোমুখি হবেন মার্কিন টেনিস ললনা সেরেনা উইলিয়ামস কিংবা বারবোরা স্ট্রাইকোভার বিপক্ষে।

এর আগে  ২০১৪ সালে উইম্বলডনের সেমিফাইনালে খেলেছিলেন সিমোনা। এখনো পর্যন্ত ওটাই ছিল এই টুর্নামেন্টে তার সেরা সাফল্য। প্রথমবারের মতো ফাইনাল নিশ্চিত হওয়ার পর বেশ উচ্ছ্বসিত তিনি। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে রোমানিয়ান এ টেনিস কন্যা বলেন, ‘এটা আমার জীবনে অন্যতম সেরা একটি মূহূর্ত। আমি সত্যিই খুব রোমাঞ্চিত একই সঙ্গে কিছুটা নার্ভাসও। আমি যথাসম্ভব এটাকে উপভোগ করতে চেয়েছি। স্কোর গড়া এতটা সহজ ছিল না। আমাকে কঠিন পরিশ্রম করতে হয়েছে। ভিতোলিনা বিস্ময়কর একজন খেলোয়াড়। তার বিপক্ষে খেলাটা সবসময় খুব কঠিন।’

২০১৪ উইম্বলডনের সঙ্গে নিজের এ পারফরম্যান্সের তুলনা টেনে সিমোনা বলেন, ‘আগের চেয়ে আমার বেশ কিছু অভিজ্ঞতা জমা হয়েছে। কোর্টে আমি ইতিবাচক থেকে কোনো কিছুতেই হাল ছেড়ে দেই না। গত পাঁচ বছরে আমি অনেক কিছু শিখেছি।’


রাইজিংবিডি/ঢাকা/১১ জুলাই ২০১৯/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়