ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

অধিনায়ক নির্বাচিত হয়ে তামিম যা বললেন

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৫, ৮ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অধিনায়ক নির্বাচিত হয়ে তামিম যা বললেন

আনুষ্ঠানিকভাবে তামিম ইকবাল আজ বাংলাদেশ ওয়ানডে দলের দায়িত্ব পেয়েছেন।

এর আগে তিন ওয়ানডেতে মাশরাফির অনুপস্থিতিতে অধিনায়কত্ব করলেও এবার পাকাপাকিভাবে দায়িত্ব পেয়েছেন দেশসেরা ওপেনার। সোমবার বোর্ড সভায় অধিনায়ক হিসেবে তামিমকে বেছে নেয় বিসিবি। দীর্ঘ সময় তামিমের ওপর অধিনায়কত্বের দায়িত্ব দিয়েছে বোর্ড।

অধিনায়ক নির্বাচিত হয়ে তামিম বলেছেন, ‘এটা আমার জন্য অনেক বড় সম্মানের। আমার ওপর বিশ্বাস এবং দায়িত্ব দেওয়ার জন্য বিসিবিকে ধন্যবাদ। আমি জানি আমাকে মাশরাফি বিন মুর্তজার সাফল্যের পথ ধরে এগিয়ে যেতে হবে। তিনি অধিনায়ক হিসেবে সব সময় অনুকরণীয়। শুধু আমার জন্য নয় খেলোয়াড় হিসেবে সকলের প্রেরণা।’

তামিম নিজের অধিনায়কত্বের সফরে পাশে চাইলেন সকলকে। সকলের উদ্দেশ্যে বলেছেন, ‘আজ আমার যে সফর শুরু হল সেখানে উঠা-নামা থাকবে। আমরা সকলেই চাই বাংলাদেশ ওয়ানডে দল সফলতা নিয়ে আসুক। আমরা যখন জিতে যাই তখন পুরো দেশ উৎসব করে। আমি আশা করছি বোর্ড, আমাদের সমর্থক এবং গণমাধ্যম আমাকে চলার পথে কঠিন সময়ে সহযোগিতা করবে এবং ভালো সময়ে সব সময় পাশে থাকবে।’

পাকিস্তান সফর দিয়ে শুরু হবে অধিনায়ক তামিমের যাত্রা। করাচিতে বাংলাদেশ পাকিস্তানের প্রথম ওয়ানডে ১ এপ্রিল।

 

ঢাকা/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ