ঢাকা     বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪ ||  বৈশাখ ২৬ ১৪৩১

কক্সবাজারবাসীকে সচেতন করতে মুমিনুলের বার্তা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৯, ৮ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কক্সবাজারবাসীকে সচেতন করতে মুমিনুলের বার্তা

বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার, বাংলাদেশের প্রধান পর্যটন কেন্দ্রের মধ্যে অন্যতম। এখাঙ্কার কৃতি সন্তান বাংলাদেশ জাতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক মুমিনুল হক।

তিনি এক ভিডিওবার্তায় তার জেলার মানুষকে সচেতন করার চেষ্টা করেছেন। তিনি ভিডিওবার্তায় বলেন,

‘প্রিয় কক্সবাজারবাসী, সালাম নিবেন। আমি বাংলাদেশ জাতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক, আপনাদের প্রিয় মুমিনুল বলছি। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন, কিছুদিন ধরে পৃথিবীর বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও করোনাভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। আসুন, এই ভাইরাস থেকে বাঁচতে প্রয়োজনীয় নিয়ম-কানুন গুলো সবাই মেনে চলি।

ঘন ঘন সাবান ও পরিস্কার পানি দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড হাত ধুয়ে নিই। গণজমায়েত এড়িয়ে চলি। জরুরি প্রয়োজন ছাড়া অযথা ঘর থেকে বের না হই। হাট-বাজারে দোকানে ঘোরাঘুরি না করি। যদি কেউ বিদেশ থেকে এসে থাকেন তাহলে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকার অনুরোধ করছি।’

তার এই বার্তাকে সমর্থন জানিয়ে একই ভিডিওতে কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন বলেন, ‘বাংলাদেশ জাতীয় টেস্ট দলের অধিনায়ক মুমিনুলের কথা শুনছিলেন। আমরা সকল স্বাস্থ্যবার্তা মেনে চলি। সরকারের পক্ষ থেকে সকল সাহায্য করা হবে। অসহায় ও দরিদ্র পরিবারের ঘরে ঘরে সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে খাওয়া পৌঁছে দেওয়া হবে। আমরা আপনাদের সাথে আছি। আপনারা শুধু ঘরে থাকুন। আর গুজবে কান দিবেন না।’

 

ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়