ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ক্রিকেট রেকর্ড থেকে

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:০৭, ৬ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ক্রিকেট রেকর্ড থেকে

ক্রিকেটের অনেক খুঁটিনাটি তথ্য আমাদের অজানা। তেমনই এক রেকর্ডের তথ্য দিব এবার। আপনি জানেন কি, ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচে পাঁচ উইকেট পেয়েছেন কোন বোলার?

মুস্তাফিজুর রহমান এ রেকর্ড নিজের কাছে রেখেছেন। বাঁহাতি পেসার পাঁচ উইকেট পেয়েছেন পাঁচবার। ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচেই মুস্তাফিজ পেয়েছিলেন পাঁচ উইকেট। দ্বিতীয় ম্যাচে তার পকেটে ছয় উইকেট। এরপর ছয় ম্যাচ পর জিম্বাবুয়ের বিপক্ষে মুস্তাফিজ আবার পাঁচ উইকেট পান।

শুরুতে তার মায়াবী কাটারে বিদ্ধ হতে থাকেন একেক ব্যাটসম্যান। তবে সময়ের সাথে সাথে মুস্তাফিজ কঠিন সময় কাটান ২২ গজে। এরপর ৪২ ম্যাচ পর আবার ভারতের বিপক্ষে বাঁহাতি পেসার পাঁচ উইকেট নেন। বিশ্বকাপ মঞ্চে বার্মিংহ্যামে ভারতকে প্রায় একাই গুঁড়িয়ে দেন মুস্তাফিজ। এরপর লর্ডসে নিজের অভিষেকেই পাঁচ উইকেট নিয়ে অনার্স বোর্ডে নাম তোলেন। সব মিলিয়ে ৫৮ ম্যাচে ১০৯ উইকেট পেয়েছেন মুস্তাফিজ। ২৩.০৪ গড় ও ৫.২২ ইকোনমি রেটে এ সাফল্য পেয়েছেন মুস্তাফিজ।

মুস্তাফিজের পর চারবার পাঁচ উইকেট পেয়েছেন আব্দুর রাজ্জাক। এছাড়া সাকিব আল হাসান দুইবার পাঁচ উইকেট নিয়েছেন। এছাড়া রঙিন পোশাকে একবার করে পাঁচ উইকেট পেয়েছেন আবু জায়েদ, জিয়াউর রহমান, আফতাব আহমেদ, ফরহাদ রেজা, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, মোহাম্মদ রফিক ও মাশরাফি বিন মুর্তজা।

 

ঢাকা/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়