ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

মেসির নামে ক্যাম্প ন্যুর নামকরণ করতে আলভেসের দাবি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৫, ১৯ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
মেসির নামে ক্যাম্প ন্যুর নামকরণ করতে আলভেসের দাবি

বার্সেলোনার ইতিহাসে সবচেয়ে সফল ফুটবলার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এক যুগেরও বেশি সময় ধরে কাতালান ক্লাবটিকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন তিনি। বার্সেলোনার হয়ে রেকর্ড ৩৪ শিরোপা জয়ের রেকর্ডও এই আর্জেন্টাইনের দখলে। অথচ সেই মেসি এখন ক্লাবের প্রতি ক্ষুব্ধ। কাতালান ক্লাবটি ছেড়ে দেওয়ার গুঞ্জণও শোনা যাচ্ছে। এমন সময় মেসির সাবেক ব্রাজিলিয়ান সতীর্থ ড্যানি আলভেস জানিয়েছেন, মেসিকে বার্সেলোনায় রাখার আবহ তৈরি করতে হবে এবং একইসঙ্গে বার্সেলোনার ঘরের মাঠ ক্যাম্প ন্যুর নাম বদল করে লিওনেল মেসির নামে রাখার দাবিও জানিয়েছেন তিনি।

ব্রাজিলিয়ান রাইট ব্যাক আলভেস মনে করেন মেসি বার্সেলোনা ছাড়বে না। কাতালুনিয়া রেডিওকে আলভেস বলেন, ‘আমার মনে হয় না মেসি ক্লাব ছাড়বে। সে এই ক্লাবের মূল তারকা। যদি সে চলে যায়, তাহলে সেটা হবে ক্লাবের ইতিহাসের সবচেয়ে বড় ক্ষতি হবে। মেসিকে এখান থেকে অবসরের আবহ তৈরি করে দিতে হবে।’

এর পাশাপাশি মেসির নামে ক্যাম্প ন্যুর নামকরণের কথা তুলে তিনি আরও যোগ করেন, ‘কাতালান ক্লাবের স্টেডিয়াম ক্যাম্প ন্যুর নাম পাল্টিয়ে লিও মেসির নামে না করা হবে সবচেয়ে বড় ভুল।’

এদিকে লা লিগার শিরোপা হারিয়ে হতাশ মেসি। দলের এবং নিজের পারফরম্যান্সেও খুশি নন তিনি। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে মেসির সাবেক সতীর্থ আলভেস বলেন, ‘মেসি কখনোই হারতে পছন্দ করে না। সে একজন জাত বিজয়ী। তাই তার রাগ আসাটা স্বাভাবিক। সে সবসময় জিততে চায়। আমার মনে হয়, সে ঠিকমতো সহযোগিতা পাচ্ছে না। মেসি আগেও দলের কেন্দ্রবিন্দু ছিল, কিন্তু তখন আমরা তাকে যথাযথ সহযোগিতা করেছি। আসলে সে সবসময় শীর্ষে থাকতে চায় তার জন্য যথার্থ সতীর্থের প্রয়োজন।’


ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়