ঢাকা     মঙ্গলবার   ২১ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

প্রিমিয়ার লিগের পর্দা উঠছে আজ

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৭, ১০ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রিমিয়ার লিগের পর্দা উঠছে আজ

ক্রীড়া ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু হচ্ছে আজ। ওল্ড ট্রাফোর্ডে ২০১৮-১৯ মৌসুমের প্রথম ম্যাচে বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড ও লেস্টার সিটি। নতুন মৌসুমকে সামনে রেখে ম্যানইউ অবশ্য আলোচিত কোনো খেলোয়াড়কে দলে ভেড়াতে পারেনি। তাদের সেরা সাইনিং ব্রাজিলের মিডফিল্ডার ফ্রেড, তরুণ গোলরক্ষক লি গ্রান্ট ও ফুলব্যাক দিয়েগো দালত।

হোসে মরিনহোর শিষ্যরা লেস্টার সিটির বিপক্ষে সবশেষ সাত প্রিমিয়ার লিগের ম্যাচে অপরাজিত। চারটিতে জিতেছে, তিনটিতে ড্র করেছে এবং একটিতে হার মেনেছে। প্রিমিয়ার লিগের ইতিহাসে উদ্বোধনী ম্যাচে সবচেয়ে বেশি জয় পেয়েছে ম্যানইউ। লিগের প্রথম ম্যাচে তাদের জয়ের সংখ্যা ১৭টি!

অবশ্য ১৯ বছর পর প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ম্যানইউ ও লেস্টার। এর আগে সবশেষ ১৯৯৮-৯৯ মৌসুমে মুখোমুখি হয়েছিল দল দুটি। ওল্ড ট্রাফোর্ডে ওই ম্যাচে ম্যানইউ ২-০ গোলে পিছিয়ে পড়েও ২-২ গোলে ড্র করেছিল।

মজার ব্যাপার হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে এ নিয়ে দ্বিতীয়বারের মতো শুক্রবার পর্দা উঠছে লিগের। আগেরবার যখন শুক্রবার পর্দা উঠেছিল, সেবারও লেস্টার সিটি সেই ম্যাচে খেলেছিল। আর্সেনালের বিপক্ষে ওই ম্যাচে ৪-৩ গোলে হেরেছিল।

লেস্টার সিটিকে প্রিয় প্রতিপক্ষ বানিয়ে ফেলেছেন ম্যানইউর বেলজিয়ান তারকা রোমেলু লুকাকু। লেস্টারের বিপক্ষে ছয় ম্যাচে চার গোল করেছেন লুকাকু। অবশ্য সবগুলো গোলই তিনি এভারটনে থাকতে করেছেন। লেস্টারের বিপক্ষে চারটি গোল করেছেন হুয়ান মাতাও। একমাত্র নরউইচের বিপক্ষে তিনি ৫ গোল করেছেন মাতা। আজ গোল পেলে লুকাকু ও মাতার পক্ষে লেস্টার সিটির বিপক্ষে ৫ গোল করার কৃতিত্ব দেখাতে পারবেন।



রাইজিংবিডি/ঢাকা/১০ আগস্ট ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়