ঢাকা     মঙ্গলবার   ২১ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

আর্সেনালকে হারিয়ে দিল এভারটন

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৬, ৭ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আর্সেনালকে হারিয়ে দিল এভারটন

ক্রীড়া ডেস্ক : এভারটনের মাঠে জয় পেলে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে আসতে পারত আর্সেনাল। কিন্তু সেটা আর হল কই? এভারটনের কাছে রোববার রাতে ১-০ ব্যবধানে হেরে গেছে গানার্সরা।

এই হারের ফলে ৩২ ম্যাচ থেকে ৬৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে অবস্থান নিয়েছে আর্সেনাল। সমান ম্যাচ থেকে ৬৪ পয়েন্ট নিয়ে টটেনহ্যাম হটস্পার রয়েছে তৃতীয় স্থানে।

রোববার এভারটনের মাঠে ম্যাচের ১০ মিনিটেই পিছিয়ে পড়ে আর্সেনাল। এ সময় কর্নার পায় এভারটন। কর্নার থেকে উড়ে আসা বলে প্রথমে হেড নেন একজন খেলোয়াড়। সেখান থেকে বল চলে আসে আর্সেনালের রক্ষণভাগের একজন খেলোয়াড়ের কাছে। বল তার পায়ে লেগে চলে যায় ডানপ্রান্তে। সেখান থেকে এভারটনের ফিল জাগিয়েলকা ডান পায়ের আলতো টোকায় জালে পাঠান।

বাকি সময়ে এই গোলটি অবশ্য আর শোধ দিতে পারেনি আর্সেনাল। ফলে পূর্ণ তিন পয়েন্ট হারিয়েই মাঠ ছাড়তে হয় উনাই এমরির শিষ্যদের।

এই জয়ের ফলে ৩৩ ম্যাচ থেকে ৪৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সেরা দশে উঠে এসেছে এভারটন। তারা অবস্থান নিয়েছে নবম স্থানে।



রাইজিংবিডি/ঢাকা/৭ এপ্রিল ২০১৯/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়