ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

পাঁচ বদলির নিয়ম বাতিল প্রিমিয়ার লিগে

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৬, ৬ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
পাঁচ বদলির নিয়ম বাতিল প্রিমিয়ার লিগে

করোনা পরবর্তী সময়ে ফুটবলারদের সুরক্ষার কথা বিবেচনায় এনে পাঁচ বদলির নিয়ম চালু করেছে ফিফা। ইউরোপের অন্যান্য শীর্ষ ফুটবল লিগের মতো করোনা পরবর্তী সময়ে ইংলিশ প্রিমিয়ার লিগেও (ইপিএল) এই নিয়ম চালু করা হয়েছিল। তবে আসন্ন মৌসুম থেকে ইপিএলে আর নিয়মটা থাকছে না।

ফলে সামনের মৌসুম থেকে পূর্বের নিয়মানুযায়ী সর্বোচ্চ তিন জন ফুটবলার বদলি করতে পারবে ইপিএলের ক্লাবগুলো। প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর এক বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। সেই বৈঠক শেষে এক বিবৃতিতে প্রিমিয়ার লিগের কর্তৃপক্ষ হতে জানানো হয়েছে,

‘ক্লাবগুলো বদলি নিয়মের ক্ষেত্রে আগের নিয়মে ফিরে যেতে চাইছে। ফলে সামনের মৌসুম থেকে প্রতি ম্যাচে সর্বোচ্চ ৩ জন করে বদলি নিয়ম থাকবে। যেখানে বেঞ্চে সর্বোচ্চ সাতজন বদলি ফুটবলার থাকতে পারবে।’

পাঁচ বদলির নিয়মে বড় দলগুলো বেশি সুযোগ পাচ্ছে বলে বিতর্ক উঠছিলো। আর তাই প্রিমিয়ার লিগের ২০ ক্লাবের বৈঠকে ১১টি ক্লাব পাঁচ বদলি সিদ্ধান্তের বিপক্ষে রায় দেয়। যদিও ফিফা ২০২১ সাল পর্যন্ত এই নিয়ম চালু রাখার অনুমতি দিয়েছে।

প্রিমিয়ার লিগের দলগুলোর মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেড প্রথম ক্লাব হিসেবে পাঁচ বদলি নিয়মের প্রয়োগ করেছিল।

ঢাকা/কামরুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়