RisingBD Online Bangla News Portal

ঢাকা     বুধবার   ২৭ জানুয়ারি ২০২১ ||  মাঘ ১৩ ১৪২৭ ||  ১১ জমাদিউস সানি ১৪৪২

বুড়ো হয়ে জন্মেছি, তরুণ হয়ে মরবো: ইব্রাহিমোভিচ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০২, ২২ সেপ্টেম্বর ২০২০  
বুড়ো হয়ে জন্মেছি, তরুণ হয়ে মরবো: ইব্রাহিমোভিচ

‘দ্য কিউরিয়াস কেস অব বেঞ্জামিন বাটন’, ব্র্যাড পিট অভিনীত মুভিটি কম-বেশি সবার দেখা হয়েছে। এই মুভির গল্প কল্পকাহিনীর উপর ভিত্তি করে। যেখানে হুট করে ঘড়ির কাঁটা উল্টো দিকে ঘুরতে থাকে ব্র্যাড পিটের। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বয়স কমতে থাকে ব্র্যাডের। ঠিক একই ঘটনাই যেন ঘটছে সুইডিশ তারকা ফুটবলার জ্লাতান ইব্রাহিমোভিচের জীবনে।

৩৮ বছর বয়সী এই ফুটবলার নিজের ক্ষেত্রে অন্তত তাই ভাবছেন। এসি মিলানের হয়ে আলো ছড়ানো এই ফুটবলার এখনো আছেন নিজের সেরা ফর্মের কাছাকাছি। সোমবার রাতেও সিরি আ লিগে নিজেদের প্রথম ম্যাচে করেছেন জোড়া গোল। তার গোলে বোলোনিয়াকে ২-০ ব্যবধানে হারিয়েছে আজ্জুরিরা। আর ম্যাচ শেষে নিজেকে নিয়ে ইব্রা জানিয়েছেন, তরুণ হলে দুটি নয় করতেন চার গোল। তবে মুভির বেঞ্জামিন বাটনের মতোই তার এখন বয়স কমছে। এরপরই বললেন, ‘বুড়ো হয়ে জন্মেছি, মরবো তরুণ হয়ে।’

গত মৌসুমে এলএ গ্যালাক্সি থেকে এসি মিলানে যোগ দেওয়ার পর থেকেই ক্লাবটি দারুণ ছন্দে আছে। গত মৌসুমেও খাদের কিনার থেকে ফিরে এসে মৌসুম শেষ করেছে ছয়ে থেকে। লকডাউনের পর থেকে শীর্ষে থাকা সব দলকেই হারায় দলটি। এমনকি শেষ ১২ ম্যাচে তো অপরাজিতই ছিল। এই মৌসুমেও শুরুটা হলো দারুণ ভাবে। এই সময়ে মিলানের হয়ে ১৮ ম্যাচ খেলে ১০ গোলের পাশাপাশি ৫টি অ্যাসিস্ট করেছেন ইব্রা।

সবমিলিয়ে দারুণ খুশি ইব্রা, বোলোনিয়ার বিপক্ষে ম্যাচে জয়ের পর স্কাই স্পোর্টস ইতালিয়াকে বলেন, ‘আমরা জিতেছি। আমি হয়তো আরও দুটি গোল দিতে পারতাম। যদি আমার বয়স ২০ হতো। আমি বেঞ্জামিন বাটনের মতো। বুড়ো হয়ে জন্মেছিলাম, মরবো তরুণ হয়ে।’

তবে বয়স নয় ইব্রাহিমোভিচ চাইছেন তার খেলা দেখেই বিবেচনা করুক সবাই। তার ভাষ্যে, ‘আমার কাঁধে অনেক দায়িত্ব। আমার উপর অনেক বেশি চাপ পড়ে। আমি কাউকে আমার বয়সের ব্যাপার নিয়ে কথা বলতে পছন্দ করি না। আমি চাই সবাই আমার খেলা যে লেভেলে আছে সেটা দেখে বিবেচনা করুক। আমি চাই না আমার বয়স ৩৮ বলে আমাকে কেউ অনুগ্রহ করুক।’

এদিকে প্রথম ম্যাচে জয় পেলেও ইব্রাহিমোভিচ মনে করছেন, আরও উন্নতির জায়গা আছে তাদের। এই নিয়ে এ সুইডিশ তারকা বলেন, ‘আমরা এখন শতভাগ দিতে পারিনি। আমরা এখনও কিছু ভুল করছি যেটা হওয়া উচিত না। তবে প্রথম ম্যাচে এটা খুব গুরুত্বপূর্ণ একটি জয়। শুরুটা ভালো হয়েছে। আমাদের লক্ষ্য গত মৌসুমের চেয়ে এবার আরও ভালো করা।’

ঢাকা/কামরুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়