ঢাকা     বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪ ||  বৈশাখ ২৬ ১৪৩১

মাত্র ৪ বল করে আইপিএল শেষ মার্শের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৫, ২৩ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ২০:২৬, ২৩ সেপ্টেম্বর ২০২০
মাত্র ৪ বল করে আইপিএল শেষ মার্শের

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে ছিটকে যাওয়া প্রথম খেলোয়াড় মিচেল মার্শ। ২১ সেপ্টেম্বর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে সানরাইজার্স হায়দরাবাদের প্রথম ম্যাচে ডান পায়ের গোড়ালিতে আঘাত পান অস্ট্রেলিয়ান অলরাউন্ডার।

পাঁচ বছরে এ নিয়ে দ্বিতীয়বার চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন মার্শ। ২০১৭ সালে কাঁধের চোটের পুরো মৌসুম থেকে ছিটকে যান, ওইবার তিনি খেলেছিলেন রাইজিং পুনে সুপারজায়ান্টসের হয়ে।

টুর্নামেন্টের প্রথম ধাপে প্রাণবন্ত পিচ ছিল ফাস্ট বোলারদের পক্ষে। তাই মার্শ ছিলেন দলের প্রথম পছন্দ। তার অলরাউন্ড দক্ষতাও তাকে এগিয়ে রেখেছিল। প্রথম ম্যাচে পঞ্চম ওভারে বল করতে নামেন মার্শ। কিন্তু চার বল করার পর চোটে মাঠ ছাড়তে হয় তাকে। ব্যাটও করেন তিনি, কিন্তু প্রথম বলে বোল্ড হন।

গত ডিসেম্বরে আইপিএল নিলামে ২ কোটি রুপিতে কেনা মার্শের শূন্যস্থান পূরণে ক্যারিবিয়ান অলরাউন্ডার জেসন হোল্ডারকে নিলো হায়দরাবাদ।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়