ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘বেলের হেঁটে যাওয়া রাস্তায় চুমু খাওয়া উচিত রিয়ালের’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০১, ২৪ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১২:২৫, ২৪ সেপ্টেম্বর ২০২০
‘বেলের হেঁটে যাওয়া রাস্তায় চুমু খাওয়া উচিত রিয়ালের’

গ্যারেথ বেলের প্রতি রিয়াল মাদ্রিদের আচরণে ফের অসন্তোষ প্রকাশ করেছেন ওয়েলস তারকার এজেন্ট জোনাথন বার্নেট। তিনি জোর গলায় বলেছেন, বেলের হেঁটে যাওয়া রাস্তায় চুমু খাওয়া উচিত রিয়ালের।

সাত বছর পর বেল রিয়াল ছেড়ে এই সপ্তাহে ফিরে গেছেন পুরোনো ক্লাব টটেনহ্যাম হটস্পারে। স্প্যানিশ ক্লাবটির সঙ্গে ১৩ ট্রফি জয়ী এই ফরোয়ার্ড এক মৌসুমের জন্য ধারে খেলবেন প্রিমিয়ার লিগ ক্লাবে। আনুষঙ্গিক পারফরম্যান্সের ভিত্তিতে তাকে রেখে দেওয়ার পথও খোলা আছে টটেনহ্যামের কাছে।

টকস্পোর্ট এর সঙ্গে আলাপে জোনাথন বলেছেন, ‘এই দেশ, গ্রেট ব্রিটেনের কথা বলছি। তাদের উচিত তাকে (বেল) নিয়ে গর্ব করা এবং খোঁচানো বন্ধ করে সে কী করেছে এবং কতটা সাফল্য পেয়েছে তা নিয়ে লেখালেখি করা উচিত। এটা খুবই বিরক্তিকর, রিয়াল মাদ্রিদেও একই অবস্থা। তাদের সঙ্গে তিনি যা অর্জন করেছেন, তাতে তাদের উচিত তার হেঁটে যাওয়া রাস্তায় চুমু খাওয়া।’

রিয়ালের জার্সিতে ২৫১ ম্যাচ খেলে ১০৫ গোল করেছেন বেল, জিতেছেন চারটি চ্যাম্পিয়নস লিগ, দুটি লা লিগা ও তিনটি ক্লাব বিশ্বকাপ ট্রফি। কিন্তু গত মৌসুমে রিয়ালের সঙ্গে মাত্র ১৪ ম্যাচে একাদশে ছিলেন। কোচ জিনেদিন জিদান ও ক্লাব ভক্তদের সঙ্গে তার সম্পর্কের অবনতির কথাও শোনা গেছে।

বার্নেট বিবিসিকে বলেছেন, ‘সাত বছরে ক্লাবের জন্য তিনি যা অর্জন করেছেন, তার আরও ভালো আচরণ প্রাপ্য ছিল। ভক্তরা যা করেছে তা অন্যায় এবং ক্লাবও তাকে সহায়তা করেনি।’ 

রিয়ালের সঙ্গে বেলের চুক্তি শেষ করে ২০২২ সালের জুনে। কিন্তু টটেনহ্যামে ভালো কিছু করলে আর নাও ফেরা লাগতে পারে। এটাই যেন হয়, সেই কামনা তার এজেন্টের, ‘এটাই সেই ক্লাব, যেখানে তিনি খেলতে চান। আরও এক বছর তিনি থাকলে আমি কোনও সমস্যা দেখছি না। তার আরও এক বছর বাকি (পরের মৌসুম শেষে রিয়ালের সঙ্গে চুক্তি) থাকবে। আশা করি এই বিষয় (রিয়ালে ফেরা) আর আমাদের সামনে আসবে না। টটেনহ্যামেই তিনি সফল হবেন এবং এখানেই থাকতে চাইবেন। বাকি সময়ে এটাই হবে সহজ ব্যাপার।’

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়